________________
১৮২
উত্তরাধ্যয়ন সূত্র
সম্পূর্ণরূপে ফলদায়ক হয় সেই ক্ষেত্র বা পাত্র আমাদের নিকট বিদিত আছে। জাতি ও বিদ্যাসম্পন্ন যে সকল ব্রাহ্মণগণ আছেন তাহারাই প্রশস্ত পাত্র ॥১৩
কোহাে য় মাণাে য় বহাে য় জেসিং, মােসং অদত্তং চ পরিহং চ। | তে মাহণা জাইবিজ্জাবিহীণা, তাইং তু ফ্লিাইং সুপবয়াইং ॥১৪। (যক্ষ বলিলেন) জেসিং ( যাহাদের মধ্যে ) কোহােয় (ক্রোধ ) মাণে।। (মান=মায়া ও লােভে ) বহাে য় (বধও=জীবহিংসাও) মােসং (মৃ ভাষণ) অদত্তং চ ( অদত্তাদান=চৌর্য) পরিগৃগহং চ ( পরিগ্রহ ও= সম্পত্তির প্রতি আসক্তিও) ( আছে) তে মাহণ (সেই ব্রাহ্মণগণ ) জাইবিজ্জাবিহীণা ( জাতি ও বিদ্যা বিহীন) তাইং (তাহারা) তু ( নিশ্চয়ই সুপবয়াইং (সুপাপক=অশােভন, নিকৃষ্ট) খিত্তাইং (ক্ষেত্র = পাত্র) ॥১৪৷ | (যক্ষ বলিলেন) যাহাদের মধ্যে ক্রোধ, মান, জীবহিংসা, মিথ্যাভাষণ চৌর্য ও পরিগ্রহ আছে সেই ব্রাহ্মণগণ জাতি ও বিদ্যাবিহীন—নিশ্চয়ই তাহারা নিকৃষ্ট পাত্র ॥১৪।
তুখে ভাে ভারহর। গিরাণং, অট্ঠং ন জাণাহ অহিজ্জ বেএ।
উচ্চাবয়াইং মুণিণণা চরংতি, তাইং তু খিত্তাইং সুপেসলাইং |১৫|| ভাে (হে ব্রাহ্মণগণ ) ইখ (এই সংসারে ) তু (আপনারা) গিরাণং (গিরের =বেদবাক্যের) ভারহরা (ভারহরা = ভারবহনকারী ) (কারণ) বেও ( বেদসকল ) অহিজ্জ (অধ্যয়ন করিয়া ) (ও) অট্ঠং (অর্থ) ন জাণাহ ( জ্ঞাত হও নাই) মুণিণণা (মুনিগণ) উচ্চাবয়াইং ( উচ্চাবচানি=উত্তম ও অধম গৃহে অথবা উচ্চতানি=মহাব্রতসমূহ) চরংতি ( বিচরণ করেন=ভিক্ষার জন্য বিচরণ করেন পালন করেন। তাইং (সেই মুনিগণ) তু ( নিশ্চয়ই ) সুপেলাইং (প্রশান্ত) খেত্তাইং ( ক্ষেত্র = পাত্র) ॥১৫|| | হে ব্রাহ্মণগণ, এই সংসারে আপনার বেদবাক্যের ভারবাহক মাত্র কেননা আপনার বেদ অধ্যয়ন করিয়া তাহার অর্থ অবগত হন নাই।
১। জেহিং’ টীকা ২। ২। “তুত্তিথ’ টীকা ৩। ৩। “য়াণহ’ টীকা ২ ও ৩।