________________
১৭৮
উত্তরাধ্যয়ন সূত্র
কয়রে আগচ্ছই। দিত্তরূবে, কালে বিকরালে ফোকণাসে।
ওমচেলএ পংসুপিসায়ভূএ, সংকরদূসং পরিহরিয় কংঠে ॥৬৷৷ দিত্তরূবে (দীপ্তরূপ = বীভৎসরূপ) কালে (কাল=কৃষ্ণবর্ণ ) বিকরালে ( বিকরাল =অতিভীষণ আকৃতি বিশিষ্ট) ফোকণাসে (ফোনাস = অগ্রে সুল ও পশ্চাতে চেপ্টা নাসিকা বিশিষ্ট) ওমচেলএ (অবমচেলক = অত্যন্ত জীর্ণবস্ত্রধারী) পংসুপিসায়ভূএ (পাংশুপিশাচভূত =ধূলির দ্বারা পিশাচীভূত, যে ধূলি ও মলিনতার দ্বারা পিশাচের ন্যায় হইয়াছে) সংকরদূসং (সঙ্করদূষ্য = অত্যন্ত নিকৃষ্ট ও অন্যের দ্বারা পরিত্যক্ত বস্তু) কংঠে (কণ্ঠে) পরিহরিয় ( পরিত্য = নিক্ষেপ করিয়া) কয়রে (কে) আগচ্ছই ( আসিতেছে ) ॥৬৷
| বীভৎসরূপবিশিষ্ট, ঘাের কৃষ্ণবর্ণ, ভীষণমূর্তি, প্রশস্ত ও অনুচ্চ (চেপ্টা ) নাসিকা সমন্বিত, অতিজীর্ণবস্ত্রধারী, ধূলি ও মলিনতার দ্বারা পিশাচবং প্রতীয়মান, অত্যন্ত নিকৃষ্ট ও পরিত্যক্ত বস্ত্র কণ্ঠে নিক্ষেপ করিয়া এ কে আসিতেছে ? (এইরূপ ব্রাহ্মণগণ পরস্পর আলােচনা করিল ) ॥৬||
কয়রে তুমং ইয় অদংসণিজ্জে, কাএ ব আসা ইহমাগওসি।
ওমচেলগা পংসুপিসায়ভূয়া, গচ্ছ কৃখলাহি কিমিহং ঠিওসি ॥৭॥ ওমচেলগা (জীৰ্ণবস্ত্রধারী) পংসুপিসায়ভূয়া (মলিন পিশাচবং প্রতীয়মান ) অদংসণিজ্জে ( অদর্শনীয় =কুদর্শন) কয়রে তুমং (কে তুই) কাএ ব (কি) আসা ( আশায় ) ইহমাগওসি (ইহমাগতােসি=এখানে আসিয়াছি) গচ্ছ। ( চলিয়া যা) খলাহি ( বাহির হইয়া যা=দূর হ ) কিমিহং (কেন এখানে) ঠিওসি ( স্থিতােসি= দাড়াইয়া আছিস্ ) ॥৭
১। আগচ্ছ’ টীকা ৩।
২। পােকনাসে’ টীকা ১। “ফুকনাসে’ টীকা ৩। “পােক। অগ্রে স্কুলেন্নতা মধ্যে নিম্না চিল্পটা নাসা যস্য” টীকা ১।
৩। “সঙ্কর: সচেহ প্রস্তাবাতৃণভস্মগােমরাঙ্গারাদিমীলকউকুরুড়িকেতি যাবৎ তত্র দূষ্যং বস্ত্রং সঙ্করদূষং, তত্রহি যদত্যন্তনিকৃষ্টং নিরুপযােগি তল্লাকৈরুৎস্যজ্যতে” টীকা ৩।
৪। পরিহিয়’ টীকা ২। “পরিবৃত্য নিক্ষিপ্যেত্যর্থঃ” টীকা ৩। “পরিধৃত্য নিক্ষিপ্য” টীকা ২।
৫। “ইই’ টীকা ২। ৬। “দেশীয়পদমপসরেত্য স্যাৰ্থে বৰ্ত্ততে” টীকা ৩।