________________
হরিকেশীয়
১৭৭ ( ভিক্ষাৰ্থ = ভিক্ষার জন্য ) বংভইজ্জংমি (ব্রাহ্মণেজ্যাতে =ব্রাহ্মণগণের যজ্ঞে ) জবাড়ম্ ( যজ্ঞপাটে =যজ্ঞস্থলে ) উবটুঠিও ( উপস্থিত হইলেন ) ॥৩
মন বচন ও কায়ের গুপ্তিযুক্ত জিতেন্দ্রিয় হরিকেশ মুনি ব্রাহ্মণগণের যজ্ঞস্থলে ভিক্ষার জন্য উপস্থিত হইলেন ॥৩
তং পাসিউণমিজ্জংতং, তবেণ পরিসসাসিয়ং।
পংতােবহিউবগরণং, উবহসংতি অণারিয়া |৪|| তবেণ (তপস্যার দ্বারা) পরিসসাসিয়ং ( পরিশােষিত =কৃশ ) পংতােবহিউবগরণং ( প্রান্তোপধপকরণ =অত্যন্ত জীর্ণবস্ত্র ও উপকরণ যুক্ত) তং (সেই মুনিকে) ইজ্জংতং (আসিতে) পাসিউণং ( দেখিয়া ) অণারিয়া (অনার্য = অনার্যের ন্যায় আচরণকারী) (ব্রাহ্মণগণ ) উবহসংতি (উপহাস করিতে লাগিলেন) |৪||
তপস্যার দ্বারা পরিশুষ্ক শরীর, অত্যন্ত জীর্ণ ও মলিন বস্ত্রাদি উপকরণ। সমন্বিত সেই মুনিকে আগত দেখিয়া অশিষ্ট প্রকৃতি ব্রাহ্মণগণ তাহাকে উপহাস করিতে লাগিল ॥৪||
জাঈময়পড়িথদ্ধা, হিংসগা অজিইংদিয়া।
অবংভচারিগণা বালা, ইমং বয়ণমব্ববী ॥৫॥ জাঈময়পড়িথদ্ধা (জাতিমদপ্ৰতিস্তব্ধ =জাতিমদের দ্বারা দৃপ্ত) হিংসা ( হিংসক = জীবহিংসাকারী) অজিইংদিয়া (অজিতেন্দ্রিয়) অবংভচারিণাে ( অব্রহ্মচারী) বালা (বাল=অজ্ঞান, বিবেকশূন্য) (ব্রাহ্মণগণ ) ইমং (এইরূপ ) বয়ণং (বচন=বাক্য) অব্ববী ( বলিলেন ) ॥৫॥
জাতিমদের দ্বারা দৃপ্ত, জীবহিংসাকারী, অজিতেন্দ্রিয়, অব্রহ্মচারী ও বিবেকশূন্য ব্রাহ্মণগণ এইরূপ বলিতে লাগিলেন ॥৫॥
১। এজ্জংওং' টীকা ১।
২। “প্রান্তে। জীর্ণমলিণত্বাদিভিরসার উপধিবকল্পাদিরোঁধিক উপকরণং চ দণ্ডকাছৌপগ্রহিকং যস্য স” টীকা ২। | ৩। জাইময়ং টীকা ৩। “জাভিমদেন ব্রাহ্মণবত্বেন যােমদোহহংকার স্তেন প্রতিস্তা অনম্রা জাতিমদপ্রতিস্তা টীকা ১।
১২