SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 193
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র ইরিএসণভাসাএ, উচ্চারসমিঈস্থ য়। জও আয়াণণিখেবে, সংজও সুসমাহিও |২|| (হরিকেশবল) ইরিএসণভাসাএ ( ঈর্ষা এষণা ভাষা, ঈর্ষা= গমনাগমন, এষণা =আহার গ্রহণ, ভাষা= ভাষার ব্যবহার ) উচ্চার (উচ্চার =মলমূত্রাদি নিক্ষেপণ ) সমিঈস্থ ( সমিতিতে =সম্যক্ ব্যবহারে) য় (ও) আয়াণণিখেবে ( আদান নিক্ষেপে = গ্রহণ ও স্থাপন বিষয়ে, বস্ত্র পাত্ৰাদি উপকরণ গ্রহণ ও স্থাপন বিষয়ে ) জও ( যত=যত্নবান্ ) সংজও (সংযত ) সুসমাহিও ( সুসমাহিত ) ( ছিলেন) ॥২|| হরিকেশবল মুনি ঈর্ষা, এষণা, ভাষা, উচ্চার ও আদাননিক্ষেপ এই পাঁচ প্রকার সমিতি অর্থাৎ সম্যক ব্যবহারে যত্নবান্, সংযত ও সুসমাহিত ছিলেন ॥২॥ মণগুড়ো বয়গুত্তো, কায়গুতো জিইংদিও। ভিখট্‌ঠা বংভইজ্জংমি, জবাড়মুবঠিও ৩ মণগুত্তো ( মনোেগুপ্ত = মনােগুপ্তির দ্বারা গুপ্ত, যাহার মন নিয়ন্ত্রিত হইয়াছে) বয়গুত্তো (বাগগুপ্ত= যাহার বচন নিয়ন্ত্রিত ) কায়গুতো (কায়গুপ্ত =যাহার শরীরের ক্রিয়া নিয়ন্ত্রিত) জিইংদিও ( জিতেন্দ্রিয়) (মুনি) ভিখঠা বিবাহের জন্য উৎসৃষ্ট কন্যার কে পাণিগ্রহণ করিবে এই বলিয়া রাজা চিন্তিত হইলেন এবং কি করা কর্তব্য তাহা পুরােহিতকে জিজ্ঞাসা করিলে পুরােহিত কোন ব্রাহ্মণকে সম্প্রদান করিবার উপদেশ প্রদান করেন। রাজা সােমদেব নামক সেই রাজপুরােহিতকেই কন্যা সম্প্রদান করিলেন। সােমদেব পুরোহিত কোন সময়ে যজ্ঞ করিবার জন্য ব্রাহ্মণগণকে আমন্ত্রণ করিয়া আনিলেন ও প্রভূত ভােজন সামগ্রী প্রস্তুত করাইলেন। ইত্যবসরে হরিকেশবল মুনি একমাস উপবাসের পর পারণের জন্য ভিক্ষার্থে সেই যজ্ঞস্থলে উপনীত হইলেন। ইহার পরের বৃত্তান্ত মূলসূত্রে লিখিত আছে। ১। পাঁচ প্রকার সমিতির বিবরণ ৮ অধ্যায়ের ৯ম সূত্রের ২নং পাদটীকা দ্রষ্টব্য। ২। গুপ্তি তিনপ্রকার যথা—মন, বচন ও কায় গুপ্তি। গুপ্তিশব্দের অর্থ মন, বচন ও কায়ের যােগের প্রশস্ত নিগ্রহ অর্থাৎ বুদ্ধি ও শ্রদ্ধাপূর্বক মন বচন ও কায়কে উন্মার্গ হইতে প্রতিরােধ করিয়া সন্মার্গে প্রবর্তন করা। দুষ্ট ও সদসৎ অর্থাৎ মিশ্রিত সঙ্কল্পকে ত্যাগ করিয়া প্রশস্ত সঙ্কল্প অবলম্বন করাকে মনটগুপ্তি, বচনের নিয়ন্ত্রণ বা প্রয়ােজন হইলে মৌনাবলম্বন করা কিংবা । সত্য ও প্রিয়ভাষণকে বচনগুপ্তি এবং প্রত্যেক শারীরিক ক্রিয়াতে স্বচ্ছলতা পরিহার করিয়া নিয়মাধীনভাবে উত্থান ও অবস্থানাদি শারীরিক ক্রিয়াসম্পন্ন করাকে কায়গুপ্তি বলে। তত্ত্বার্থসূত্র ৯।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy