________________
১৭০
উত্তরাধ্যয়ন সূত্র জহা (যেমন) সে (সেই) চাউরংতে ( চাতুরন্ত = হয়, গজ, রথ ও পদাতি রূপ চারি প্রকার সৈন্যের দ্বারা যে শত্রুকে অন্ত বা বিনাশ করে, অথবা তিন দিকে সমুদ্র ও উত্তরে হিমালয় এই চতুঃসীমান্তবর্তী সম্পূর্ণ ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি) মহিড়টিএ (মহর্কিক = বিস্তৃত সমৃদ্ধি সম্পন্ন ) চোদ্দসরয়ণাহিব ( চতুর্দশ রত্নাধিপতি) চক্কবটী (চক্রবর্তী= চক্রবর্তী সম্রাট ) ( যেমন শােভিত হয়) এবং (তদ্রুপ ) বহুস্ এ (বহুশ্রুত) হবই ( হন) |২২||
| যেমন আসমুদ্রহিমাচল পর্যন্ত সম্পূর্ণ ভারতবর্ষের একচ্ছত্রাধিপতি, বিস্তৃত সমৃদ্ধিসম্পন্ন ও চতুর্দশ রত্নের প্রভু চক্রবর্তী সম্রাট শােভিত হন তদ্রুপ দান, শীল, তপ ও ভাবনা রূপ চারিপ্রকার ধর্ম ও চতুর্দশ পূর্ব শাস্ত্রের জ্ঞান সম্পন্ন বহুশ্রুত আচার্য শােভিত হন ॥২২
জহা সে সহখে , বজ্রপাণী পুংদরে। সকে দেবাহিবঈ, এবং হবই বহুসুএ ॥২৩
জহ (যেমন) সে (সেই) সহকূখে (সহস্রাক্ষ ) বজ্রপাণী (বজ্রপাণি ) পুরুংদরে (পুরন্দর =দৈত্যনগর বিধ্বংসক) দেবাহিবঈ (দেবাধিপতি) সকে ( শক্র = প্রথম দেবলােকের অধিপতি শক্র ) ( শােভিত হন) এবং (তদ্রুপ) বহুস্সুএ (বহুশ্রুত) হবই ( হন ) ॥২৩। | যেমন সহস্রাক্ষ, বজ্ৰপাণি, পুরন্দর, প্রথম দেবলােকের অধিপতি শক্র শােভিত হন তদ্রুপ বিস্তৃত জ্ঞানরূপ চক্ষুসম্পন্ন সাধুগণের অধিপতি বহুশ্রুত আচার্য শােভিত হন ॥২৩||
জহা সে তিমিরবিদ্ধংসে, উত্তিটংতে দিবায়রে।
জলংতে ইব তেএণং, এবং হবই বহুস্ ॥২৪|| জহা (যেমন) সে (সেই ) তিমিরবিদ্ধংসে ( তিমিরবিধ্বংস=অন্ধকার বিনাশকারী) উত্তিটুঠংতে ( উদীয়মান) দিবায়রে ( সূর্য) তেএণং (তেজের দ্বারা) জলংতে ইব (জাজ্জ্বল্যমান হইয়া) (শশাভিত হয়) এবং (তদ্রুপ) বহুসসুএ (বহুশ্রুত) হবই (হয় ) |২৪||
১। “দিবাগরে’ টীকা ৩।