________________
বহুশ্রুতপূজা
১৭১ | যেমন অন্ধকারবিনাশকারী উদীয়মান সূর্য তেজের দ্বারা জাজ্জল্যমান হইয়া শােভিত হয় তদ্রুপ অজ্ঞানতিমির বিনাশকারী বহুশ্রুত আচার্য তপস্যার। তেজের দ্বারা দেদীপ্যমান হইয়া শােভিত হন ॥২৪||
জহা সে উডুবঈ চংদে, ণখত্তপরিবারি। পড়িপুরে পুঃমাসিএ, এবং হবই বহুস্সুএ ॥২৫। '
জহা (যেমন) সে ( সেই ) উডুবঈ ( উডুপতি=নক্ষত্ৰপতি ) ণখত্তপরিবারি ( নক্ষত্র পরিবারিত = গ্রহনক্ষত্রাদি দ্বারা বেষ্টিত ) পড়িপুণে (প্রতিপূর্ণ = যােলকলার দ্বারা পরিপূর্ণ ) চংদে (চন্দ্র) পুমাসিএ (পূর্ণমাসীতে) (শােভিত হয়) এবং (তদ্রপ ) বহসএ (বহুশ্রুত) হবই ( হন ) ॥২৫। | যেমন গ্রহনক্ষত্রাদিদ্বারা পরিবৃত ষােড়শকলাযুক্ত উডুপতি চন্দ্র পূর্ণমাসীতে শশাভিত হয় তদ্রুপ সাধুসমূহের দ্বারা পরিবৃত সমস্তপ্রকারের জ্ঞানকলার দ্বারা যুক্ত বহু শ্রুত আচার্য শােভিত হন |২৫||
জহা সে সামাইয়াণং, কোঠাগারে সুরখি। পাণাধঃপড়িপুণে, এবং হবই বহুস্থ |২৬||
জহা (যেমন ) সে (সেই) সামাইয়াণং ( সামাজিকদিগের =এক সমাজে স্থিত লােক সমূহের ) সুরখিএ (সুরক্ষিত ) পাণাধঃপড়িপুণে (নানাধান্য পরিপূর্ণ ) কোঠাগারে (কোষ্ঠাগার = পাকা গুদাম) (শােভিত হয়) এবং (তদ্রুপ) বহুস্সুএ (বহুশ্রুত) হবই ( হন) |২৬||
যেমন বড় গৃহস্থের নানা ধান্য পরিপূর্ণ সুরক্ষিত কোষ্ঠাগার বা পাকাগুদাম শশাভিত হয় তদ্রুপ অঙ্গোপাঙ্গাদিতজ্ঞানসম্পন্ন বহুশ্রুত আচার্য শােভিত হন ॥২৬||
১। “পুন্নিমাসী’ টীকা ৩।
২। “সামাজিকানাং মহাগৃহস্থানাং•• ••• সমাজো জনসমুহস্তমহম্ভীতি সামাজিকা, তেষাং সামাজিকাণাং কৌটুম্বিকাণা” টীকা ১।