SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 186
Loading...
Download File
Download File
Page Text
________________ বহুশ্রুতপূজা ১৬৯ ( বাসুদেব ) অঞ্চুড়িহয়বলে ( অপ্রতিহতবলবিশিষ্ট) জোহে (যােদ্ধা) (হয় ) এবং (তদ্রুপ ) বহুসসুএ (বহুশ্রুত ) হবই ( হন ) ॥২১। | যেমন শঙ্খচক্রগদাধারী অপ্রতিহতবলবিশিষ্ট যােদ্ধা বাসুদেব শত্রুকে জয় করিতে সমর্থ, তদ্রুপ জ্ঞানদর্শনচারিত্রযুক্ত বহুশ্রুত সাধু কামক্রোধাদি অন্তৰ্বিপুবর্গকে জয় করিতে সমর্থ হন ॥২১|| জহা সে চাউরংতে, চবটী মহিড়ঢিএ। চোদ্দসরয়ণাহিবঈ, এবং হবই বহুসুএ ॥২২) প্রতি। প্রত্যেক বলদেবই সেই জন্মে মুক্তি প্রাপ্ত হইয়াছেন। বর্তমান অবসর্পিণীতে যে সমস্ত চক্রবর্তী, বাসুদেব, বলদেব ও প্রতিবাসুদেব হইয়াছেন তাহাদের নাম প্রদত্ত হইল। চক্রবর্তী | বাসুদেব বলদেব | প্রতিসুদেব ১। ভরত । ১। ত্রিপৃষ্ঠ ১। অচল ১। অশ্বগ্রীব ২। সগর ২। দ্বিপৃষ্ঠ ২। বিজয় ২। তারক ৩। মঘব ৩। স্বয়ম্ভ ৩। মেরক ৪। সনৎকুমার ৪। পুরুষােত্তম ৪। সুপ্রভ ৪। মধু ৫। শান্তিনাথ ৫। পুরুষসিংহ ৫। সুদর্শন ৫। নিশুম্ভ ৬। কুন্থনাথ ৬। পুরুষপুণ্ডরীক ৬। আনন্দ ৬। বলি ৭। অরনাথ ৭। দত্ত। ৭। নন্দন ৭। প্রচ্ছদ ৮। সুভূম ৮। লক্ষ্মণ। ৮ | রাম ৮। দশগ্ৰীৰ বা রাবণ ৯। মহাপদ্ম ৯। কৃষ্ণ : ৯। বলভদ্র। ৯। জরাসন্ধ ১০। হরিষেণ। ১১। জয় ১২। ব্ৰহ্মদত্ত ৫, ৬ ও ৭ চক্রবর্তী রাজ্যভােগ করিবার পর দীক্ষাগ্রহণ করিয়া তীর্থঙ্কর হন। ইহার। যােড়শতম সপ্তদশতম ও অষ্টাদশতম তীর্থঙ্কর। চব্বিশজন তীর্থঙ্কর, দ্বাদশ চক্রবর্তী, নয়জন বাসুদেব, নয়জন বলদেব ও নয়জন প্রতিবাসুদেব সর্বসমেত ৬৩ জন মহাপুরুষগণের জীবনচরিত হেমচন্দ্রাচার্যকৃত ত্ৰিষষ্টিশলাকা পুরুষচরিত্রে বর্ণিত আছে। ১। চতঘপি দিক্ষন্ত পর্যন্ত একত্র হিমবানন্যত্র চ দিয়ে সমুদ্রঃ স্বসম্বন্ধিতয়াহস্থেতি চতুরন্তঃ চতুভির্বা হয়গজরথুনরাত্মকৈরন্তঃ শত্রুবিনাশাত্মকো য” টীকা ৩। ২। “চক্রবর্তী ষণ্ডভরতাধিপঃ টক। ৩। ৩। ১ সেনাপতি ২ গাথাপতি (গৃহপতি) ৩ পুরােহিত ৪ গজ ৫ হয় ৬ বৰ্দকি (সূত্ৰধারা) ৭ স্ত্রী ৮ চক্র ৯ ছত্র ১০ চর্ম ১১ মণি ১২ কাকিনী রত্ন ১৩ খড়গ ও ১৪ দণ্ড চক্রবর্তীর এই চতুর্দশ রত্ন থাকে। চউদস’ টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy