________________
দ্রুমপত্রক
জিন ধর্মের প্রতি শ্রদ্ধাবান হইলেও মন বচন ও কায়েরা দ্বারা ধর্মানুষ্ঠান কারক ব্যক্তি দুর্লভ, কেননা এই সংসারে অনেকেই কামভােগে অত্যন্ত আসক্ত। ইহা জানিয়া হে গৌতম ইত্যাদি ॥২০ ||
পরিজুরই তে সরীরয়ং, কেসা পংডুরয়া হবংতি তে।
সে সােয়বলে য় হায়, সময়ং গােয়ম মা পমায় ॥২১|| (হে গৌতম) তে (তােমার) সরীয়ং (শরীর) পরিজরই (পরিজীর্ণ =অত্যন্ত জীর্ণ হয়) তে (তােমার ) কেসা (কেশসমূহ) পংডুরয়া (পাণ্ডুর =শ্বেত হংবতি (হয়) সে (সেই) সােয়বলে য় (শ্রোবলও শ্রবণশক্তিও ) হায় (নাশ প্রাপ্ত হয়) (ইহা জানিয়া) হে গৌতম ইত্যাদি ॥২১।
হে গৌতম, তােমার শরীর অত্যন্ত জীর্ণ হইয়া যাইবে, কেশ পাণ্ডুবর্ণ ধারণ করিবে, এবং শ্রবণশক্তিও বিলুপ্ত হইবে। ইহা জানিয়া হে গৌতম ইত্যাদি । ২১।
পরিজরই তে সরীরয়ং, কেসা পংডুরয়া হবংতি তে। সে চক্খুবলে য় হায়, সময়ং গােয়ম মা পমায় |২২|| পরিজরই তে সরীরয়ং, কেসা পংডুরয়া হবংতি তে। সে ঘাণবলে য় হায়, সময়ং গােয়ম মা পমায় ২৩ পরিজুরই তে সরীয়ং, কেসা পংডুরয়া হবংতি তে। সে জিভবলে য় হায়, সময়ং গােয়ম মা পমায় ২৪। পরিজরই তে সরীরয়ং, কেসা পংডুরয়া হবংতি তে। সে ফাসবলে য় হায়, সময়ং গােয়ম মা পমায় |২৫|| পরিজরই তে সরীরয়ং কেসা পংডুরয়া হবংতি তে।
সে সব্ববলে য় হায়, সময়ং গােয়ম মা পমায় |২৬|| চক্খুবলে (চক্ষুর শক্তি) ঘাণবলে ( ঘ্রাণশক্তি) জিভবলে ( জিহ্বার শক্তি= আস্বাদন ও বাক্শক্তি) ফাসবলে (স্পর্শশক্তি) সব্ববলে ( সম্পূর্ণ শরীরের শক্তি ) ২২-২৬।
| হে গৌতম, তােমার শরীর অত্যন্ত জীর্ণ হইয়া যাইবে, কেশ পাণ্ডুবর্ণ ধারণ করিবে। দর্শনশক্তি, ঘ্রাণশক্তি, আস্বাদন, বাক্শক্তি ও স্পর্শশক্তি এমন কি