________________
১৫৪
উত্তরাধ্যয়ন সূত্র সম্পূর্ণ শরীরের শক্তি বিনাশ প্রাপ্ত হইবে। অতএব হে গৌতম। ইত্যাদি ॥২২-২৬।
অরঈ গংডং বিশুইয়া, আয়ংকা বিবিহা ফুসংতি তে। বিবড়ই বিদ্ধংসই তে শরীরয়ং, সময়ং গােয়ম মা পামায়এ ২৭
অরঈ (অরতি=বাতপ্রকোপজনিত রােগ) গংডং ( বিস্ফোটক) বিসূইয়া ( বিচিকা) বিবিহা (বিবিধ প্রকারের) আয়ংকা (আতঙ্ক =রােগসমূহ) তে (তােমাকে) ফুসংতি (স্পর্শ করে) তে (তােমার) সরীয়ং (শরীর) বিবড়ই (বলক্ষয়ের দ্বারা নষ্ট হয়) (ও) বিদ্ধংসই (ধ্বংস প্রাপ্ত হয়) (ইহা জানিয়া) হে গৌতম ইত্যাদি ॥২৭
| বাতপ্রকোপ জনিত রােগ, বিস্ফোটক, বিসূচিকা প্রভৃতি বিবিধ রােগের দ্বারা তােমার শরীর আক্রান্ত হইবে ও বলক্ষয় হইয়া বিনাশ প্রাপ্ত হইবে। ইহা জানিয়া হে গৌতম ইত্যাদি ॥২৭
বােচ্ছিংদং সিণেহমপ্লণণা, কুমুয়ং সারইয়ং ব পাণিয়ং।
সে সব্বসিণেহবজ্জি, সময়ং গোয়ম মা পমায় ॥২৮|| (যেমন ) কুমুয়ং (কুমুদপুষ্প) সারইয়ং (শারদীয় ) পাণিয়ং ব (জলের ন্যায় জলে থাকিয়াও জল হইতে পৃথক্ থাকে তদ্রুপ) (হে গৌতম) অল্পণাে ( নিজের নিজের শরীরের) সিণেহং (স্নেহ ) বােচ্ছিংদ (দূর কর) সে (তৎপরে) সব্বসিণেহবজ্জিএ (সর্বমেহবর্জিত =সমস্ত বিষয়াদি হইতে নিরাসক্ত) ( হইয়া) হে গৌতম সময় ইত্যাদি ॥২৮|| | যেমন কুমুদপুষ্প শারদীয় জলে উৎপন্ন হইয়াও জল হইতে পৃথক থাকে তদ্রুপ তুমি নিজের প্রতি স্নেহকে দূর কর এবং সর্বহেশূন্য হইয়া হে গৌতম ইত্যাদি ॥২৮||
চিচ্চাণ ধণং চ ভারিয়ং, পব্বইও হি সি অণগারিয়ং। | মা বংতং পুণাে বি আইএ, সময়ং গােয়ম মা পমায় ॥২৯
১। “বিহড়ই’ টীকা ৩ ও ৫; “বিপততি বিশেষেণ বলাপচয়দপৈতি” টীকা ৩। ২। বুচ্ছিংদ’ টীকা-১ ও ৩। ৩। “চন্দ্রোদ্যোতবিকাশৎপলমিব” টীকা ৩। “কুমুদং কমল” টীকা ১। ৪। পায়এ’ টীকা ১। আবিএ’ টীকা ৩।