________________
১৫২
উত্তরাধ্যয়ন সূত্র সে (সেই জীব) পি (কদাচিৎ ) অহীণপংচিংদিয়ং (অহীনপঞ্চেন্দ্ৰিয়ত্ব) লহে (প্রাপ্ত হয়) (তথাপি) উত্তমধম্মঈ ( উত্তমধর্মশ্রুতি=উত্তমধর্মের শ্রবণ, জিনধর্মশ্রবণ ) হু ( নিশ্চয়ই ) দুল্লহা (দুর্লভ) (কারণ) জনে (অনেক লােক) কুতিখিণিসেবএ (কুতীর্থনিষেবক =যাহারা কুতীর্থ অর্থাৎ অন্যধর্মাবলম্বীর আরাধন করে) (ইহা জানিয়া) হে গৌতম ইত্যাদি। ১৮।
সেই জীব সম্পূর্ণ পঞ্চেন্দ্রিয় প্রাপ্ত হইলেও তাহার পক্ষে উত্তম ধর্মশ্রবণ করিবার সুযােগ প্রাপ্ত হওয়া অত্যন্ত দুর্লভ। কেননা অনেক লােক অন্যধর্মাবলম্বিগণের উপাসক। ইহা জানিয়া হে গৌতম ইত্যাদি ॥১৮||
| লদ্ধ,ণ বি উত্তমং সুইং, সহ পুণরাবি দুল্লহা।
মিচ্ছওণিসেবএ জণে, সময়ং গােয়ম মা পমায় |১৯|| উত্তমং (উত্তম=শ্রেষ্ঠ ধর্মের) সুইং (শ্রুতি =শ্রবণ ) লদ্ধণ বি (প্রাপ্ত হইয়াও) পুণরাবি (আবার) সৰ্দহণা (শ্ৰদ্ধান=শ্রদ্ধা) দুল্লহা (দুর্লভ) (কারণ) জণে (লােকসকল) মিচ্ছওণিসেবএ ( মিথ্যাত্বনিষেবক=মিথ্যাত্বের আরাধক, কুদেব, কুগুরু ও কুধর্মের আরাধক) (ইহা জানিয়া) হে গৌতম ইত্যাদি ॥১৯।
| শ্রেষ্ঠ ধর্ম শ্রবণের সুযােগ প্রাপ্ত হইলেও আবার শ্রদ্ধা দুর্লভ। কারণ অনেক লােকই মিথ্যাত্বগ্রস্ত অর্থাৎ সুদেব, সুগুরু ও সুধর্মের প্রতি শ্রদ্ধাসম্পন্ন
হইয়া তদ্বিপরীত কুদেব, কুগুরু ও কুধর্মের আরাধক। ইহা জানিয়া হে গৌতম ইত্যাদি ॥১৯৷
ধম্মং পি হু সহংতয়া, দুল্লহয়া কাএণ ফাসয়া।
ইহ কামগুণে মুচ্ছিয়া, সময়ং গােয়ম মা পমায় ॥২০৷ ধম্মং ( জিনধর্ম ) সহংতয়া পি ( শ্রদ্ধা করিতে থাকিয়াও) কাণ ( কায়ের দ্বারা=মন, বচন ও কায়ের দ্বারা) ফাসয়া ( স্পর্শকা=স্পর্শকারী, অনুষ্ঠানকারী) দুল্লহয়া (দুর্লভ ) (কারণ) ইহ (এই সংসারে ) ( জীবগণ ) কামগুণে (কামভােগে) মুচ্ছিয়া ( মূৰ্ছিত=অত্যাসক্ত ) (ইহা জানিয়া) হে গৌতম ইত্যাদি ॥২০
১। মিচ্ছিত্ত’ টীকা ২। ২। কামগুণেহিং’ টীকা ৩।