________________
১৪৩
নমিপ্রব্রজ্য। | বিদেহাধিপতি নমি সাক্ষাৎ ইন্দ্রের দ্বারা পরীক্ষিত হইয়া (গর্বানুভব না করিয়া) বিনীতভাব অবলম্বন করিলেন এবং গৃহ পরিত্যাগ করিয়া শ্ৰমণধর্মে অনুরক্ত হইলেন ॥৬১।
এবং করিংতি সংবুদ্ধা, পংডিয়া পবিয়খণ।।
বিণিয়ংতি ভােগে, জহা সে শমী রায়রিসী ॥৬২ | ত্তি বেমি । সংবুদ্ধা ( সংবুদ্ধ =তত্ত্বজ্ঞ ) পংডিয়া (পণ্ডিত) পবিয়খণ(প্রবিচক্ষণ =বিচক্ষণ, প্রবীণ ) (পুরুষগণ ) এবং (এইরূপ ) করিংতি (করেন ) (এবং) ভােগ ( কামভােগ হইতে ) বিণিয়টুংতি ( বিনিবৰ্ত্তন্তে = নিবৃত্ত হন) জহা (যেমন ) সে (সেই) শমী রায়রিসী (রাজর্ষি নমি) ( নিবৃত্ত হইয়াছিলেন ॥৬২। ত্তি বেমি ( এইরূপ বলিতেছি ) । | তত্ত্বজ্ঞ পণ্ডিত ও বিচক্ষণ পুরুষগণ এইরূপে রাজর্ষি নমির ন্যায় কামভােগ হইতে নিবৃত্ত হন ॥৬২! এইরূপ বলিতেছি।
ইতি নমিপ্রব্রজ্যা, নবম অধ্যয়ন