________________
১৪২
উত্তরাধ্যয়ন সূত্র
এবং অভিখণত, রায়রিসিং উত্তমাএ সদ্ধাএ।
পায়াহিণং কুণংততা, পুণণা পুণাে বংদএ সকো ॥৫৯|| এবং (এইরূপে ) উত্তমাএ ( উত্তম) সদ্ধাএ (শ্রদ্ধাপূর্বক) রায়রিসিং ( রাজর্ষি নমিকে) অভিখণংততা ( স্তুতি করিয়া) পায়াহিণং (প্রদক্ষিণ) কুণংততা। ( করিতে করিতে) সঙ্কো ( শক্র =ইন্দ্র ) পুণে পুণে (বারংবার) বংদএ (বন্দনা করিলেন=প্রণাম করিলেন) |৫||
এইরূপে রাজর্ষি নমিকে উত্তম শ্রদ্ধাপূর্বক স্তুতি ও প্রদক্ষিণ করিতে করিতে ইন্দ্র বারংবার বন্দনা করিতে লাগিলেন ৫৯||
তাে বংদিউণ পা, চংকুসলখণে মুণিবর।
আগাসেণুপ্পইও, ললিয়চবলকুংডল কিরীড়ী ॥৬০ | তাে ( তৎপরে ) মুণিবরসস ( মুনিবরের) চকুংকুসলখণে (চক্রাঙ্কুশলক্ষণযুক্ত = চক্র ও অঙ্কুশ লক্ষণযুক্ত ) পাএ (পদে ) বংদিউণ (বন্দনা করিয়া) ললিয়চবলকুংডলকিরীড়ী (ললিতচপলকুণ্ডলকিরীটী =মনােহর ও চঞ্চল কর্ণাভরণ এবং মুকুটধারী) (ইন্দ্র ) আগাসেণুপ্লাইও ( আকাশে উৎপতিত হইলেন = আকাশে উখিত হইলেন) ॥৬০ ||
তৎপরে মুনিবরের চক্রাঙ্কুশ লক্ষণযুক্ত পদে বন্দনা করিয়া মনােহর ও চঞ্চল কর্ণাভরণ এবং কিরীটধারী ইন্দ্র আকাশে উৎপতিত হইলেন ॥৬০
শমী ণমেই অপ্পাণং, সখং সক্কেণ চোইও। চইউণ গেহং বেদেহী, সামন্নে পৰ্জ্জুবঠিও ॥৬১।
বেদেহী (বিদেহদেশাধিপতি) শমী (নমি রাজর্ষি) সখং (সাক্ষাৎ= প্রত্যক্ষ) সক্কেণ (ইন্দ্রের দ্বারা) চোইও (প্রেরিত=পরীক্ষিত) ( হইয়া) অপ্পাণং ( নিজকে) ণমেই (নত করিলেন=বিনীত ভাব ধারণ করিলেন) গেহং (গৃহ ) চইউণ (ত্যাগ করিয়া) সামর্গে (শ্রামণ্যে = শ্ৰমণ ধর্মে, সাধুধর্মে ) পজ্জবটুঠিও (পযুপস্থিত হইলেন=অনুরক্ত হইলেন ) ॥৬১।
১। পয়াহিণং ' টাকা ২। ২। করেংতত’ টীকা ৩।‘করিংতাে’ টীকা ২। ৩ ‘বংদতী’ টাকা ৩ ‘বংদঙ্গ’ টাকা ।