SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 158
Loading...
Download File
Download File
Page Text
________________ ১৪১, নমিপ্রব্রজ্য। মমতা) নিরকিয়া (নিরাকৃত হইয়াছে = দূরীকৃত হইয়াছে) অহহ ( অহহ) লােহাে ( লােভ ) বসীকও (বশীকৃত হইয়াছে ) ॥৫৬ | হে রাজন, আপনার ক্রোধ নির্জিত হইয়াছে, মান পরাজিত হইয়াছে। মায়া নিরাকৃত হইয়াছে ও লােভ বশীভূত হইয়াছে। ইহা অত্যন্ত আশ্চর্য ॥৫৬|| অহাে তে অজ্জবং সাহু, অহো তে সাহু মদ্দবং। অহাে তে উত্তমা খংতী, অহাে তে মুত্তি উত্তমা ॥৫ ৭ অহহ (অহহ) তে (আপনার ) সাহু ( সাধু=শােভন, সুন্দর) অজ্জবং ( আর্জব=সরলতা) অহাে (অহহ) তে (আপনার ) সাহু (সুন্দর) মদ্দবং (মাদব = মৃদুতা, দয়ালুতা) অহাে (অহহ) তে (আপনার) উত্তম ( উত্তম। =শ্রেষ্ঠ ) খংতী (ক্ষান্তি = ক্ষমা) অহহা (অহো) তে (আপনার ) উত্তমা ( উত্তম ) মুত্তি ( মুক্তি=নিলোভ ) ॥৫৭ | হে রাজন, আশ্চর্য আপনার সুন্দর সরলতা, আশ্চর্য আপনার সুন্দর দয়ালুতা, আশ্চর্য আপনার উত্তম ক্ষমা ও আশ্চর্য আপনার উত্তম নির্লোভ! |৫৭ ইহং সি উত্তমমা ভংতে, পেচ্চা হােহিসি উত্তমাে। লােগুত্তমুত্তমং ঠাণং, সিদ্ধিং গচ্ছসি ণীরও ॥৫৮|| ভংতে (হে ভদন্ত =হে পূজ্য) (আপনি) ইহং (ইহজন্মে ) উত্তম ( উত্তম = উত্তম গুণযুক্ত, প্রধান) অসি ( আছেন) পেচ্চা ( প্ৰেত্য =পরলােকে ) উত্তমম। (শ্রেষ্ঠ) হােহিসি (হইবেন) (এবং) ণীরও (নীরজ =কর্মশূন্য ) ( হইয়া ) লােগুত্তমং (লােকোত্তম =লােকের উপরিস্থিত ) উত্তমং (প্রধান) [ অথবা ] লােগুত্তমুত্তমং (লােকোত্তমােত্তমং = লােকের মধ্যে উত্তমােত্তম) সিদ্ধিং ( সিদ্ধি=মুক্তি) ঠাণং (স্থানে) গচ্ছসি ( যাইবেন ) ॥৫৮|| | হে ভগবান, আপনি ইহজন্মে উত্তমগুণযুক্ত, পরলােকেও উত্তম গুণসম্পন্ন হইবেন এবং কর্মশূন্য হইয়া লােকের সর্বোপরিস্থিত শ্রেষ্ঠ সিদ্ধিস্থানে গমন করিবেন ॥৫৮|| ১। “পিচ্চা’ টীকা ১। 'পচ্ছা’ টকা । ২। সিদ্ধি বা মুক্তি স্থানের জন্য ৬১৪ সূত্রের ১ নং পাদটীকা দ্রষ্টব্য।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy