SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 157
Loading...
Download File
Download File
Page Text
________________ ১৪ ০ উত্তরাধ্যয়ন সূত্র কোহেণং (ক্রোধের দ্বারা) অহে (অধঃ=নরকাদি অধােগতিতে ) বয়ই (ব্রজতি=যায়, গমন করে) মাণেণং (মানের দ্বারা=অভিমানের দ্বারা) অহমা (অধম =নিকৃষ্ট পশ্যাদি) গঈ (গতি=জন্ম ) (হয়) মায়া (মায়ার দ্বারা =কপটাচরণের দ্বারা) গইপড়িঘাও ( গতিপ্রতিঘাত= সুগতির বিনাশ ) (হয়) লােহাও (লােভের দ্বারা) দুহও (উভয় প্রকারের =ইহলােকের ও পরলােকের) ভয়ং (ভয়) (হয় ) ॥৫৪৷ ক্রোধের দ্বারা নরকাদি অধগতি, মানের দ্বারা নিকৃষ্ট পশুগতি, কপটাচরণের দ্বারা সঙ্গতির অর্থাৎ স্বর্গাদি গতির ব্যাঘাত ও লােভের দ্বারা ঐহিক ও পারত্রিক ভয় হয় ॥৫৪। অবউল্ফিউণ মাহণরূবং, বিউব্বিউণ ইংদত্তং। বংদই অভিখণংতত, ইমাহি মহুরাহি° বগগৃহিং ॥৫৫। মাহণরূবং (ব্রাহ্মণরূপ ) অবউত্মিউণ (পরিত্যাগ করিয়া) ইংদত্তং (ইন্দ্রত্ব= ইন্দ্রের রূপ) বিউব্বিউণ ( ধারণ করিয়া) ইমাহি (এইরূপ) মহুরাহি ( মধুর ) বগগৃহিং ( বাক্যের দ্বারা) অভিখণংততা ( অভিস্তবন করিয়া=স্তুতি করিয়া) ( নমিরাজাকে) বংদই (বন্দনা করিলেন= প্রণাম করিলেন ) ॥৫৫|| | ইন্দ্র ব্রাহ্মণরূপ পরিত্যাগ করিয়া ও নিজের ইন্দ্ৰত্বরূপ ধারণ করিয়া নমিরাজাকে নিম্নলিখিতভাবে সুমধুর বাণীর দ্বারা স্তুতি করতঃ প্রণাম করিলেন ॥৫৫। অহহ তে ণিজ্জিও কোহহ, অহহা মাগাে পরাইও। অহহ তে ণিরকিয়া মায়া, অহহ লােহাে বশীকও ॥৫৬|| অহহ (অহহ) তে ( আপনার দ্বারা) কোহহা (ক্রোধ) নিজ্জিও ( নির্জিত হইয়াছে=জিত হইয়াছে) অহো (অহহ) মাগাে (অভিমান) পরাইও (পরাজিত হইয়াছে) অহাে (অহহ) তে (আপনার দ্বারা) মায়া (মায়া= ১। ‘বিউরাব্বিউণ’ টীকা ১ ও ৩। ২। “ইমাহিং ’ টীকা ১ ও ২। ৩। মহুরাহিং ’ টীকা ১ ও ৩। ৪ ‘পরাজিও’ টীকা ১ ও ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy