________________
নমিপ্রব্রজ্যা
১৩৫ করাইয়া, গবাদি দান করিয়া, বিষয়াদি ভােগ করিয়া, এবং স্বয়ং যজ্ঞ করিয়া তৎপরে দীক্ষাগ্রহণ করিবেন ॥৩৮।
এয়মঠং ণিসামিত্তা, হেউকারণচোইও।
তও শমী রায়সিসী, দেবিংদং ইণমব্ববী ॥৩৯। রাজর্ষি নমি দেবেন্দ্রকে উত্তর দিলেন ॥৩৯)।
জো সহং সহাণং, মাসে মাসে গবং দএ।
তাবি সংজমাে সেও, অদিত বি কিংচণং ॥৪০ | জে। (যে ) মাসে মাসে (প্রত্যেক মাসে) সহাণং সহস্সং (সহস্রের সহস্র = দশ লক্ষ, সহস্র সহস্র ) গবং দএ (গােদান করে ) তসবি (তাহা হইতেও ) কিংচণং বি ( কিছুমাত্রও) অদিত (যে দান করিতে পারে না তাহার ) ( এমন ভিক্ষুর) সংজমাে ( সংযম ) সেও (শ্রেয় ) ॥৪ • |
হে ব্রাহ্মণ, যে প্রত্যেক মাসে সহস্র সহস্র গােদান করে তাহা হইতেও কিছুমাত্র দান করিতে পারে না এইরূপ ভিক্ষুর সংযম শ্রেয় ॥৪ •|
এয়মঠং ণিসামিত্তা, হেউকারণচোইও।
তও ণমিং রায়রিসিং দেবিংদো ইণমবী ॥৪১। রাজর্ষি নমিকে দেবেন্দ্র বলিলেন ॥৪১।
ঘােরাসমং চইত্তাণং, অগ্নং পখেসি আসমং।
ইহেব পােসহরও, ভবাহি মনুয়াহিবা ॥৪ ২|| মণুয়াহিব (হে মনুজাধিপ) ঘােরাসমং (ঘােরাম=কঠিন আশ্রম, যে আশ্রমের নিয়ম পালন করা অত্যন্ত কঠিন, গৃহস্থাশ্রম ) চইত্তাণং (ত্যাগ করিয়া) অং (অন্য =অপর) আসমং (আশ্রম =সন্ন্যাস আশ্রম ) পখেসি ( প্রার্থনা করিতেছেন) (তাহা আপনার ন্যায় বীর পুরুষের পক্ষে উচিত
১। তুলনা–“মাসে মাসে সহসসেন যাে যজেথ সতং সমং। একঞ্চ ভাবিতত্তানং মুহুত্তমপি পুজয়ে। সা চেব পূজন সেয্যে। যং চে বসসসতং তং” । ধম্মপদ ১০৬।
২। “ঘাের অত্যন্তদুরনুচর...ঘােরাশ্রম গার্হস্থং তস্বৈল্পদুৈরত্বাৎ” টীকা ৩। ৩। পৌষধ শব্দের ব্যাখ্যার জন্য ৫২৩ সূত্রের ৩নং পাদটীকা দ্রষ্টব্য।