________________
১৩৬
উত্তরাধ্যয়ন সুত্র নহে)। ইহেব (এই গৃহস্থাশ্রমে থাকিয়াই ) পােসহরও (পৌষধরত= পৌষধব্রত ধারণপূর্বক স্থিত ) ভবাহি (হউন) ॥৪২।
হে মনুজাধিপ, আপনি কঠিন গৃহস্থাশ্রম পরিত্যাগ করিয়া অন্য আশ্রম অর্থাৎ সন্ন্যাসাম প্রার্থনা করিতেছেন (তাহা আপনার ন্যায় বীরপুরুষের যােগ্য নহে)। এই গৃহস্থাশ্রমে থাকিয়াই পৌষধব্রত ধারণ করিয়া থাকুন ॥৪২)
এয়মঠং ণিসামি, হেউকারণচোইও
তও শমী রায়রিসী, দেবিংদং ইণমঝবী ॥৪৩। রাজর্ষি নমি দেবেন্দ্রকে উত্তর দিলেন ॥৪৩
১মাসে মাসে উ জো বালাে, কুসগেণং তু ভুংজএ।
ন সাে সুয়খায়ধম্ম, কলং অগঘই সােলসিং ॥৪৪। জো ( যে ) বালাে (বাল = অবিবেকী) মাসে মাসে উ ( মাসে মাসেও= প্রত্যেক মাসান্তেও) কুসগগেণং তু ( কুশাগ্রের দ্বারাও) ভুংজএ (ভােজন করে ) ( তাহা হইলেও) সস (সেই ব্যক্তি ) সুয়খায়ধম্ম (খ্যাত ধর্ম সম্পন্ন সাধুর =তীর্থঙ্করাদি দ্বারা কথিত ধর্মাবিলম্বী সাধুর) সােলসিং (যােড়শতম ) কলং (কলার=ভাগের ) (ও) ন অগঘই (ন অৰ্হতি =যােগ্য হয় ) ॥৪৪।
যে অবিবেকী ব্যক্তি প্রত্যেক মাসান্তে কুশাগ্রের উপরে স্থিত অন্ন মাত্র ভােজন করে তথাপি সেই ব্যক্তি জিনােক্ত সংযমালম্বী সাধুর ষােড়শতম ভাগেরও যােগ্য হয় না ॥৪৪
এয়মঠং ণিসামিত্ত, হেউকারণচোইও।
তও মিং রায়রিসিং, দেবিংদো ইণমব্ববী ॥৪৫। রাজর্ষি নমিকে দেবেন্দ্র বলিলেন ॥৪৫||
১। তুলনা–“মাসে মাসে কুসগ্গেন বালো ভুঞ্জেথ ভােজনং। ন সে সংখতধম্মানং কলং অগঘতি সােলসিং ॥” ধম্মপদ ৭০।
২। “সুখায়ধসস’ টীকা ৩। “সুষ্ঠু শোভননা নিরবত্বাদাখ্যাতােহ ইদাদিভি ধৰ্ম্মো যস্য স স্বাখ্যাতধৰ্ম্মন্ত মুনে” টীকা ২।