________________
উত্তরাধ্যয়ন সূত্র
(যুদ্ধ কর ) তে (তোমার) বাও ( বাহ্যের সহিত = বাহ্যশত্রুর সহিত ) জুােণ (যুদ্ধের ) কিং ( কি • প্রয়োজন) অপণা চেব ( আত্মার দ্বারাই ) অপ্পাণ ( আত্মাকে ) জইত্তা ( জয় করিয়া ) ( মনুষ্য ) সুহং ( সুখ ) এহএ ( এধতে= . লাভ করে ) ॥৩৫॥
হে ব্রাহ্মণ, নিজের সহিত যুদ্ধ কর, বাহ্যশত্রুর সহিত যুদ্ধ করিবার কি প্রয়োজন ? আত্মার দ্বারাই আত্মাকে জয় করিয়া মনুষ্য সুখপ্রাপ্ত হয় ॥৩৫॥ পংচিংদিয়াণি কোহং, মাণং মায়ং তহেব লোহং চ । দুজ্জয়ং চেব অগ্গাণং, সব্বমগ্গে জিএ জিয়ং ॥৩৬||
১৩৪
অপাণং চেব ( আত্মাই = মনই ) দুজ্জয়ং ( দুর্জয় ) পংচিংদিয়াণি ( পঞ্চ ইন্দ্ৰিয় ) কোহং ( ক্রোধ ) মাণং ( মান ) মায়ং ( মায়া) তহেব চ (ও) লোহং ( লোভ ) সব্বং ( এই সমস্ত ) অপ্পে ( আত্মা = মন ) জিএ (জিত হইলে ) জিয়ং ( জিত হয় ) ||৩৬||
মনই দুর্জয়, পঞ্চ ইন্দ্রিয়, ক্রোধ, মান, মায়া ও লোভ, এই সমস্তই মন বিজিত হইলে জিত হয় ॥৩৬৷৷
এয়মঠং ণিসামিত্তা, হেউকারণচোইও ।
তও ণমিং রায়রিসিং, দেবিংদো ইণমব্ববী ॥৩৭||
দেবেন্দ্র নমি রাজর্ষিকে বলিলেন ॥৩৭॥
জইত্তা বিউলে জগ্গে, ভোইত্তা সমণমাহণে ৷ দচ্চা ভুচ্চা' য় জঠা য়, তও গচ্ছসি খত্তিয়া ॥৩৮||
খাত্তয়া ( হে ক্ষত্রিয় ) বিউলে ( বিপুল ) জগ্গে ( যজ্ঞ ) জইত্তা ( অনুষ্ঠান করাইয়া ) সমণমাহণে ( শ্রমণ ও ব্রাহ্মণগণকে ) ভোইত্তা ( ভোজন করাইয়া ) দচ্চা (দান করিয়া=গবাদি দান করিয়া) ভুচ্চা ( ভোগ করিয়া=স্বয়ং বিষয়াদি ভোগ করিয়া) য় (এবং ) জঠা (ইষ্টা=স্বয়ং যজ্ঞ করিয়া ) তও ( তৎপরে গচ্ছসি ( যাইবেন = প্রব্রজ্যা গ্রহণ করিবেন ) ॥৩৮৷
হে ক্ষত্রিয়, বিপুল যজ্ঞ অনুষ্ঠান করাইয়া, শ্রমণ ও ব্রাহ্মণগণকে ভোজন
১। “ভোচ্চা ’টীকা ত ।
২। ‘ইঠা’ টীকা ২ ।