________________
নমিপ্রব্রজ্যা
১২৯ সদ্ধং ( শ্রদ্ধাকে) গরং (নগর) কিচ্চা (করিয়া) তবসংবরং (তপ ও সংবরকে) অগুগলং ( অর্গল =প্রাকারের দ্বারের অর্গল ) খংতিং (ক্ষান্তিকে ) নিউণ পাগারং ( নিপুণপ্রাকার =শত্রু হইতে রক্ষা করিতে সমর্থ দৃঢ় প্রকার ) (এবং) তিগুত্তং ( ত্রিগুপ্ত = প্রাকারের পক্ষে প্রকোষ্ঠ, পরিখা ও শতন্নী এই তিন প্রকারে রক্ষিত ও সাধুর পক্ষে মন বচন ও কায়ার গুপ্তি দ্বারা রক্ষিত) (ও) দুপ্পধংসয়ং (দুপ্ৰধর্ষক =দুরভিভবনীয়, যাহাকে ধ্বংস করা যায় না) ( করিয়া) ॥২||
শ্ৰদ্ধাকে নগর, তপ ও সংবরকে গােপুরের অর্গল, ক্ষমাকে দৃঢ় প্রাকার এবং সেই প্রাকারকে তিনগুপ্তিরূপ তিন প্রকারের উপায় অর্থাৎ প্রকোষ্ঠ, পরিখা এবং শতঘ্নী সমন্বিত ও দুরাক্রমণীয় করিয়া ॥২০||
ধণুং পরমং কিচ্চা, জীবং চ ইরিয়ং সয়া।।
ধিইং চ কেয়ণং কিচ্চা, সচ্চেণং পলিমংথ ॥২১। পরমং (পরাক্রমকে=ধার্মিক ক্রিয়াতে উৎসাহকে) ধনু (ধনু) কিচ্চা ( করিয়া) ইরিয়ং ( ঈর্ষা সমিতিকে =পঞ্চসমিতিকে, একটী সমিতির উল্লেখ থাকায় অন্যান্য সমিতিও বুঝাইতেছে ) সয়া ( সদা ) জীবং চ ( জীব = ধনুকের গুণ ) (করিয়া) ধিইং চ (ধৃতিকে =ধৈর্যকে ) কেয়ণং (কেতন=ধনুর মধ্যে কাষ্ঠময় মুষ্টি, মুঠ) কিচ্চা (করিয়া) সচ্চেণং ( সত্যের দ্বারা =সত্যরূপ স্নায়ুর দ্বারা) পলিমংথএ (বন্ধন করিবে ) ॥২১||
ধার্মিক ক্রিয়ায় উৎসাহকে ধনু করিয়া, ঈর্ষা প্রভৃতি সমিতিকে জ্যা করিয়া, ধৈর্যকে মুষ্টি করিয়া সত্যরূপ স্নায়ুর দ্বারা (জ্যা) বন্ধন করিবে ॥২১।
তবণারায়জুত্তেণং, ভিত্তণং কম্মকংচুয়ং।
মুণী বিগসংগামাে, ভবাও পরিমুচ্চঈ ॥২২। ( পরাক্রমরূপ ধনুতে) তবণারায়জুত্তেণং (তপরূপ নারাচবাণ যুক্ত করিয়া)
১। ঈর্ষা সমিতি—সমিতির বিবরণের জন্য ৮৯ সূত্রের ২নং পাদটীকা দ্রষ্টব্য।
২। “কেতনং শৃঙ্গময়ধনুর্মধ্যে কাষ্ঠময়মুষ্টিকাত্মকং, ননু তদুপরি স্নায়ু নিবধ্যতে ” টীকা ৩। | ৩। “বধীয়াৎ” টীকা ৩। * ৪। “ভেত্ত ণং” টীকা ৩।