________________
উত্তরাধ্যয়ন সূত্র
কম্মকংচুয়ঃ (কর্মরূপ কধুককে =কর্মরূপী বর্মকে) ভিত্তণং (ভেদ করিয়া = বিদারণ করিয়া) বিগয়সংগামাে ( বিগতসংগ্রাম =শত্রুকে পরাজিত করিয়া সংগ্রাম হইতে বিরত) মুণী (মুনি) ভবাও (ভব হইতে =সংসার হইতে ) পরিমুচ্চঈ ( পরিমুক্ত হন=মুক্তি প্রাপ্ত হন) |২২||
| পরাক্রমরূপ ধনুতে তপরূপ নারাচবাণযুক্ত করিয়া অষ্টপ্রকার কর্মরূপ বর্মকে বিদারণপূর্বক কর্মযুক্ত আত্মারূপ শক্ৰজয়ান্তে সংগ্রাম হইতে বিরত মুনি সংসার হইতে মুক্ত হয়। (যেমন যােদ। ধনুতে নারাচবাণ যুক্ত করিয়া শত্রুর বর্ম বিদারণপূর্বক যুদ্ধে জয়লাভ করতঃ যুদ্ধ হইতে বিরত হয় তদ্রুপ মুনি আত্মবীর্যের দ্বারা তপশ্চরণ করিয়া অষ্টকর্মের ধ্বংস সাধনপূর্বক সংসার হইতে মুক্ত হয় ) ॥২২
এয়মঠং ণিসামি, হেউকারণচোইও।
তও মিং রায়রিসিং, দেবিংদো ইণমব্ববী ॥২৩ নমি রাজর্ষিকে দেবেন্দ্র বলিলেন ॥২৩৷৷
পাসাএ কারয়িাণং, বদ্ধমাণগিহাণি য়।
বালগগপােইয়াও য়, তও গচ্ছসি খত্তিয়া ॥২॥ খডিয়া (হে ক্ষত্রিয়) পাসাএ ( প্রাসাদসমূহ ) বদ্ধমাণগিহানি য় (বর্ধমানগৃহসমূহ=বাস্তুবিদ্যায় নিরূপিত নানাপ্রকার বর্ধমান গৃহসমূহ) য় (ও) বালগপােইয়াও (বালাগ্রপােতিকাগৃহের উপরিস্থ চতুর্দিক খােল ছােট গৃহ, অথবা জলমধ্যস্থিত গৃহ =জলমন্দির) কারয়িত্তাণং (করাইয়া) তও ( তৎপরে) গচ্ছসি (গমন করিবে=দীক্ষা গ্রহণ করিবে ) ॥২৪৷
হে ক্ষত্রিয়, সুন্দর প্রাসাদসমূহ, বর্ধমান নামক গৃহসকল ও জলমন্দির সমুদয় প্রস্তুত করাইয়া তৎপরে সংসার ত্যাগ করিয়া গমন করিবেন ॥২৪||
১। “অনেকবাস্তুবিদ্যানিরুপিতানি বর্ধমানগৃহাণি” টীকা ১।
“শ্রেষ্ঠং নন্দ্যাবত্তং সবেষাং বর্ধমানসংজ্ঞং চ।
স্বস্তিকরুচকে মধ্যে শেষং শুভদং নৃপাদীনা” । বৃহৎ সংহিতা ৫২, ৩৬ ( কাশী সংস্করণ)।
| ২। “বলভী: কারয়িত্বা, গৃহেপরিবংগলরাউটীপ্রমুখাঃ অথবা বালাগ্রপপাতিকা জলমধ্যমন্দিরাণি” টীকা ১। জলমন্দির তলব আদি মে বনবায়া জাতা ছোট। প্রাসাদ, বলভী, অট্টালিকা” পা. স. ম.