________________
কাপিলীয়ং
১১৭ (যদি) ই (একজন লােককে) পড়িপুঃ (পরিপূর্ণ =ধনধান্যাদির দ্বারা পরিপূর্ণ ) ইমং (এই) কসিং (কৃৎস্য সম্পূর্ণ) লােয়ং পি (লােকও) দলেজ্জ (দেওয়া হয়) (তাহা হইলেও ) তেণাবি (তাহার দ্বারাও= ধনধান্যপূর্ণ সম্পূর্ণ লােক প্রদানের দ্বারাও) সে ( সেই ব্যক্তি ) ন সংতুসে (সন্তোষপ্রাপ্ত হয় না) ইই ( ইতি=এইজন্য ) ইমে (এই) আয়া (আত্মা =জীব) দুপূর দুষ্পরক = যাহার ইচ্ছা দুঃখে পূরণ করা যায় অর্থাৎ পূরণ করা যায় না ॥১৬||
যদি এক ব্যক্তিকে ধনধান্যাদিপূর্ণ সম্পূর্ণ লােকও প্রদান করা হয় তাহা হইলেও সেই ব্যক্তির তৃপ্তি হয় না। তজ্জন্য এই আত্মাকে দুপ,রক বলে অর্থাৎ ইহার ইচ্ছা পূর্ণ হয় না ॥ ১৬
জহা লাহাে তহ লােহাে, লাহা লােহাে পবড ঢঈ।
দোমাসকয়ং কজ্জং, কোড়ীএ বি ন ণিটুঠিয়ং ॥১৭ জহা (যেমন ) লাহাে (লাভ) (হয়) তহা (তেমন) লােহাে ( লােভ) (হয়) লাহা (লাভ হইতে) লােহাে (লােভ ) পবড ঢঈ ( প্রবর্ধিত হয়) দোমাসকয়ং (দ্বিমাষকৃত=দুই মাষার জন্য কৃত) কজ্জং (কার্য ) কোড়ী বি (কোটীতেও =কোটী স্বর্ণমুদ্রাতেও)ন ণিঠিয়ং (নিষ্ঠিত হয় নাই=নিষ্পন্ন হয় নাই) ১৭। | যেমন লাভ হয় তেমনি লােভ হয়। লাভ হইতে লােভের বৃদ্ধি হইতে থাকে, দুই মাষার প্রয়ােজন কোটী স্বর্ণমুদ্রাতেও নিষ্পন্ন হয় না ॥১৭
নাে রক্ষসী গিত্মেজ্জা, গংডবচ্ছাসু গেচিত্তা।
জাও পুরিসং পলােভিত্তা, খেল্লংতি জহা ব দাহেহিং |১৮|| গংডবচ্ছাসু (গণ্ডবক্ষ অবুদের ন্যায় কুচবিশিষ্ট ) শেগচিত্তসু (অনেক চিত্ত =অনেক পুরুষে চিত্ত যাহার আসক্ত ) রখসী (রাক্ষসীতে স্ত্রীলােকে ) নাে গিজ্জেজ্জা (গৃদ্ধ হইবে না =ললালুপ হইবে না) জাও ( যে সকল স্ত্রী) পরিসং (পুরুষকে) পলােভিত্তা (প্রলুব্ধ করিয়া) দাসেহিং জহা ব ( দাসের ন্যায় =কিঙ্করের ন্যায়) খেল্লংতি ( ক্রীড়া করে) ॥১৮|| | অবুদের ন্যায় কুচবিশিষ্ট, অনেক পুরুষানুগচিত্ত, স্ত্রী রাক্ষসীর প্রতি লােলুপ
১। এই অধ্যায়ের প্রথমে প্রদত্ত কপিলের উপাখ্যানের দুই মাষ স্বর্ণের প্রসঙ্গ দ্রষ্টব্য। ২। গংড শব্দের অর্থ অবুদ বা আব।