________________
১১৬
উত্তরাধ্যয়ন সূত্র ইহ (ইহ জন্মে) (যে সকল ব্যক্তি) জীবিয়ং (জীবনকে) অণিয়মেত্তা (নিয়মাধীনে
রাখিয়া নিয়ন্ত্রণ না করিয়া) সমাহিজোহিং (সমাধি ও যােগ হইতে = চিত্তস্থৈর্য ও মনােবাকায়ের একাগ্রতা হইতে) পটুঠা (প্ৰভ্ৰষ্ট =ভ্রষ্ট, পতিত) কামভােগরসগিদ্ধা (কামভােগরসমৃদ্ধ =বিষয়লােলুপ) (হয়) তে (তাহারা) আসুরে কায়ে (অসুরকুমার যােনিতে) উববজ্জংতি (উৎপন্ন হয় ) |১৪|| | ইহজন্মে যে সকল ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণ না করিয়া চিত্তস্থৈর্য ও মনােবাকায়ের একাগ্রতা হইতে ভ্রষ্ট ও বিষয়লােলুপ হয় তাহারা অসুরকুমার যােনিতে উৎপন্ন হয় ॥১৪।
ততে বি য় উবট্টিত্তা, সংসারং বহু অণুপরিয়ডংতি। বহুকম্মলেলিত্তাণং, বােহী হােই সুদুল্লহা তেসিং |১৫||
ততো বি (তথা হইতে =অসুরকায় হইতে ) উবটি (উদ্ধৃত্য =নির্গত হইয়া) বহু (অনেক) সংসারং (সংসারে =সংসারে নানা প্রকার যােনিতে ) অণুপরিয়ডংতি (অনুপৰ্যটন করে = পর্যটন করে, পরিভ্রমণ করে )। তেসিং (সেই সকল ) বহুকম্মলেলিভাণং (বহুকর্মলেপলিপ্ত প্রাণিগণের প্রচুরকর্মমল যুক্ত প্রাণিগণের) বােহী (বােধি =সম্যক্তপ্রাপ্তি) সুদুল্লহা (সুদুর্লভ ) হােই (হয়) ১৫||
সেই সমাধিযােগ হইতে ভ্রষ্ট প্রাণিগণ অসুরকায় হইতে নির্গত হইয়া সংসারে নানাপ্রকার যােনিতে পরিভ্রমণ করে এবং প্রচুরকর্মমলযুক্ত হওয়ায় তাহাদের সম্যক্ত প্রাপ্তি সুদুলর্ভ হয়॥১৫||
কসিং পি জো ইমং লােয়ং, পড়িপুং দলেজ্জ ইসস”। তেণাবি সে ন সংতুসসে, ইই দুরএ ইমে আয়া ॥১৬
১। লােগং’ টীকা ১ ও ২। ২। “দলিজ্জ’ টীকা ১। ৩। এগসস’ টীকা ৩। ৪। “তুসিজ্জা’ টীকা ২। ৫। দুরিএ’ টীকা ২। ৬। অপ্পা’ টীকা ১।