________________
উত্তরাধ্যয়ন সূত্র
হইবে না। এই সকল স্ত্রী পুরুষদিগকে প্রলুব্ধ করিয়া কিঙ্করের ন্যায় ক্রীড়া
করায় ॥১৮৷
১১৮
নারীসু নো পগিঙ্গিজ্জা, ইখী বিপজ়হে অণাগারে
ধম্মং চ পেসলং ণচ্চা, তখ ঠবিজ্জ ভিক্ৠ অপাণং ॥১৯৷৷
অণাগারে ( অনাগার = গৃহশূন্য সাধু) নারীস্থ ( স্ত্রীতে) নো পগিঙ্গিজ্জা (গৃদ্ধ হইবে না=লোলুপ হইবে না) ইখী ( স্ত্রীকে ) বিপ্লজহে ( ত্যাগ করিবে )। ভিক্ (ভিক্ষু ) ধম্মং ( ধর্মকে ) পেসলং ( মনোজ্ঞ= হিতকারী ) ণচ্চা ( জানিয়া ) তথ ( সেইস্থানে= ধর্মে ) অপ্পাণং ( আপনাকে = নিজকে ) ঠবিজ্জ ( স্থাপন করিবে ) ॥১৯॥
গৃহশূন্য ভিক্ষু নারীতে গৃদ্ধ হইবে না, স্ত্রী পরিত্যাগ করিবে এবং ধর্মকে সুন্দর ও হিতকারী জানিয়া তাহাতে নিজকে স্থির করিবে অর্থাৎ ধর্মাচরণে স্থিরচিত্ত হইবে ॥১৯৷৷
ইই এস ধৰ্ম্মে অমাত্র, কবিলেণং চ বিসুদ্ধ পণেং । তরিহিংতি জে উ কাহিংতি, তেহিং আরাহিয়া দুবে লোগ' ॥২০॥ ত্তি বেমি ৷
ইই ( ইতি=এই প্রকারে ) বিসুদ্ধ পণেং ( বিশুদ্ধপ্রাজ্ঞ = বিশুদ্ধজ্ঞানসম্পন্ন, কেবলজ্ঞানসম্পন্ন ) কবিলেণং ( কপিলের দ্বারা ) এস ধৰ্ম্মে ( এই উপরোক্ত ধর্ম ) অক্খাএ ( আখ্যাত হইয়াছে ) জে ( যাহারা ) কাহিংতি ( করিবে = কপিলোক্ত ধর্ম আচরণ করিবে ) ( তাহারা) তরিহিংতি ( পার হইবে= ভবার্ণব পার হইবে ) তেহিং ( সেই পুরুষগণের দ্বারা ) হবে লোগ ( দুই লোক=ইহলোক ও পরলোক ) আরাহিয়া ( আরাধিত হইল = সফল হইল ) ॥২০॥ ত্তি বেমি ( এই রূপ বলিতেছি )।
উপরোক্তরূপে বিশুদ্ধজ্ঞানসম্পন্ন কপিলমুনির দ্বারা ধর্ম আখ্যাত হইয়াছে । যাহারা এই ধর্ম আচরণ করিবে তাহারা ভবার্ণব হইতে উত্তীর্ণ হইবে এবং তাহাদিগের দ্বারা ইহলোক ও পরলোক সার্থক হইল বুঝিতে হইবে ॥২০॥ এইরূপ বলিতেছি।
১। ‘লোগু’ টাকা ৩
ইতি কাপিলীয়, অষ্টম অধ্যয়ন