________________
উত্তরাধ্যয়ন সূত্র
ইহ কামাণিয়, অত্তটুঠে অবরজ্বঈ।
সুচ্চা শেয়াউয়ং মগং, জং ভুজ্জো পরিভসঈ ॥২৫|| ইহ (এই মনুষ্যজীবনে) কামাণিয়ট্ট (কাম হইতে অনিবৃত্ত ব্যক্তির ) অওঠে ( আত্মার্থ=স্বৰ্গাপবর্গ ) অবরত্মই (অপরাধ্যতি=বিনষ্ট হয় ) জং (যেহেতু) শেয়াউয়ং মগং (ন্যায়মার্গ=মােক্ষমার্গ ) সুচ্চা (শ্রবণ করিয়া ) ( ও কামাসক্ত থাকায় ) ভুজ্জো (বারংবার) পরিভঙ্গ (ভ্রষ্ট হয়) |২৫|| | মনুষ্যজীবনে কামাদি হইতে অনিবৃত্ত পুরুষের স্বৰ্গাপবর্গ বিনষ্ট হয়। যেহেতু মােক্ষমার্গ অবগত হইয়াও কামাসক্ত থাকায় বারংবার সংসাররূপ গর্তে পতিত হয় ॥২৫||
ইহ কামণিয়সস, অত্তটুঠে নাবর।।
পূইদেহণিরােহেণ, ভবে দেবিত্তি মে সুয়ং |২৬|| ইহ (এইখানে =এই মনুষ্যজীবনে) কামণিয়ট্ট (কাম হইতে নিবৃত্ত ব্যক্তির) অওঠে ( আত্মার্থ ) নাবরজ্জ্বঈ ( বিনষ্ট হয় না) পূইদেহণিরােহেণ ( দুর্গন্ধময় দেহ ত্যাগ করিয়া =ঔদারিক দেহ ত্যাগ করিয়া) দেব (দেব) ভবে (হয়) ইতি ( এইরূপ ) মে ( আমাঘরা ) স্বয়ং ( শ্রুত হইয়াছে ) । ২৬ | | আবার কাম হইতে নিবৃত্ত ব্যক্তির স্বৰ্গাপবর্গ বিনষ্ট হয় না। তাহারা পূতিগন্ধময়দেহ পরিত্যাগ করিয়া দেবলােকে জন্মগ্রহণ করে এইরূপ আমি শ্রবণ করিয়াছি ॥২৬
ইটী জুঈ জসস বল্লো, আউং সুহমণুত্তরং।
ভুজ্জো জখ মণুসসে, তখ সে উববজ্জঈ ॥ ২৭। জখ (যেখানে) মনুসসে (মনুষগণের মধ্যে ) অণুত্তরং (সর্বোৎকৃষ্ট ) ইষ্টী (ঋদ্ধি=সম্পত্তি) জুঈ ( দ্যুতি =কান্তি) জসস ( যশ ) বম্নো (বর্ণ ) আউং (আয়ু) সুহং ( সুখ ) (হয়) তখ (যেখানে) সে (সেই =কাম হইতে নিবৃত্ত জীব ) ভুজ্জো (বারংবার) উববজ্জঈ (উৎপন্ন হয় ) ২৭
মনুষ্যগণের মধ্যে সর্বোৎকৃষ্ট ঋদ্ধি, কান্তি, যশ, বর্ণ, আয়ু ও সুখ যেস্থলে প্রাপ্ত হওয়া যায় বিষয় হইতে নিবৃত্ত প্রাণী সেইস্থলে বারংবার উৎপন্ন হয় ॥২৭||