________________
এড়ক
১০৭
বাল প বালং, অহম্মং পড়িবজ্জিয়া।
চিচ্চা ধম্মং অহম্মিঠে, ণরএ উববজ্জঈ ॥২৮|| (হে শিষ্য ) বালস (অজ্ঞানীর =মূখের, বিষয়াসক্ত জীবের) বালং (বালত্ব = মুখত্ব) পক্ষ (দেখ ) ( সেই) অহম্মিঠে (অধর্মিষ্ঠ = অধার্মিক ) ধম্মং (ধর্ম ) চিচ্চা (পরিত্যাগ করিয়া ) অহম্মং (অধর্ম =বিষয়াসক্তিরূপ অধর্ম ) পড়িবজ্জিয়া ( অঙ্গীকার করিয়া ) ণরএ (নরকে) উববজ্জঈ (উৎপন্ন হয় ) ॥২॥
হে শিষ্য, মূর্খের মৃত্ব অবলােকন কর, সেই অধার্মিক ধর্ম পরিত্যাগ করিয়া। বিষয়াসক্তিরূপ অধর্ম অঙ্গীকার করিয়া নরকে উৎপন্ন হয় ॥২৮
ধীরসস পস ধীরং, সব্বধম্মানুবত্তিপণ।
চিচ্চা অহম্মং ধম্মিঠে, দেবে উববজ্জঈ ॥২৯। সব্বধম্মানুবত্তিপণ (সর্বধর্মানুবর্তী= ক্ষান্তি প্রভৃতি সমস্ত প্রকার ধর্মানুবর্তী ) ধীরসস ( ধীরের =পণ্ডিতের ) ধীরত্তং ( ধীরত্ব) পসস (দেখ ) (সেই ) ধম্মিঠে (ধর্মিষ্ঠ = ধর্মনিষ্ঠ ) অহম্মং (অধর্ম ) চিচ্চা (ত্যাগ করিয়া) দেবে (দেবগণের মধ্যে ) উববজ্জঈ ( উৎপন্ন হয় ) ॥২৯৷
ধর্মানুরক্ত ধীর পুরুষগণের ধীরত্ব দেখ, সেই ধর্মনিষ্ঠ ব্যক্তিগণ অধর্ম পরিত্যাগ করিয়া দেবগণের মধ্যে উৎপন্ন হয়। ২৯ |
তুলিয়াণ বালভাবং, অবালং চেব পংডিএ।
চইউণ বালভাবং, অবালং সেবঈ মুণি ॥৩০ ত্তি বেমি । এব (এইরূপে ) পংডিএ (পণ্ডিত = তত্ত্বজ্ঞ ) মুণি ( মুনি= সাধু) বালভাবং (বালভাব =মূখত্ব) চ (ও) অবালং (অবালভাব=ধীরত্ব, বিজ্ঞতা) তুলিয়াণ ( তুলনা করিয়া) বালভাবং (মুখত্ব) ইউণ (ত্যাগ করিয়া) অবালং ( ধীরত্ব) সেবঈ ( সেবন করে ) ॥৩০ || এইরূপ বলিতেছি ।
এইরূপে তত্ত্বজ্ঞ সাধু মূর্খতা ও বিজ্ঞতার মধ্যে তুলনা করিয়া বালভাব পরিত্যাগ পূর্বক ধীরত্ব সেবন করে ॥৩০ || এইরূপ বলিতেছি ।
ইতি এড়ক অধ্যয়ন, সপ্তম অধ্যয়ন
১। নরএসূববর্জ’ টীক। ৩। ২। অধম্মং' টীকা ১, ৩ ও ৪।