________________
ক্ষুল্লকনিগ্রন্থীয় | (সুধর্ম স্বামী তাহার শিষ্য জম্বু স্বামীকে বলিতেছেন যে ) সেই কেবলজ্ঞানী, কেবলদর্শী, সর্বোৎকৃষ্টজ্ঞানদর্শনধারী, পূজনীয় তীর্থঙ্কর, ভগবান, জ্ঞাতৃকুলােৎপন্ন, বৈশালীর অধিবাসী, মহাবীর এরূপ ব্যাখ্যা করিয়া বলিয়াছেন ॥১৮৷ তাহা আমি বলিতেছি।
ইতি ক্ষুল্লকনিগ্রন্থীয়, ষষ্ঠ অধ্যয়ন