________________
ক্ষুকনিগ্রন্থীয়
৯১ সময়জ্ঞ অর্থাৎ ক্রিয়ানুষ্ঠানের উপযুক্ত সময়ের জ্ঞানসম্পন্ন সাধু মিথ্যাবাদি কর্মের হেতুকে আত্মা হইতে পৃথক্ করিয়া অর্থাৎ পরিত্যাগ করিয়া সংযমমার্গে বিচরণ করিবে এবং আহার ও পানীয়ের শরীরধারণােপযােগী মাত্রা স্থির করিয়া গৃহস্থের নিজের জন্য কৃত আহারের মধ্য হইতে তাহা গ্রহণ করিয়া ভক্ষণ করিবে ॥১৫||
সন্নিহিং চ ন কুব্বিজ্জা, লেবমায়াএ সংজএ।
পখী পত্তং সমাদায়, ণিরবেখোে° পরিব্ব |১৬|| চ (আবার) সংজএ (সংযত সাধু) লেবমায়াএ (লেপমাত্রা ও = পাত্রের গাত্রে লিপ্ত থাকে তদ্রপ সামান্যমাত্ৰ আহারের অংশও ) সন্নিহিং ( সন্নিধি =সঞ্চয় ) ন কুব্বিজ্জা ( করিবে না) পখী (পক্ষী=পক্ষীর ন্যায়) পত্তং (পক্ষ =ডানা সাধুর পক্ষে পাত্রদি উপকরণ ) সমাদায় ( গ্রহণ করিয়া) ণিরবেখাে ( নিরপেক্ষ = নিস্পৃহ ) ( হইয়া) পরিব্বএ ( বিচরণ করিবে ) ॥১৬ |
সংযত সাধু যে পরিমাণ পাত্রের গাত্রে লিপ্ত থাকে তদ্রুপ অতি সামান্য মাত্রাও আহার্যের অংশ সঞ্চয় করিবে না। পক্ষী যেমন আহারের পর নিজের। পক্ষমাত্র লইয়া চলিয়া যায় তদ্রপ সাধু ও নিজের পাত্রাদি উপকরণ মাত্র সম্বল করিয়া নিস্পৃহ হইয়া বিচরণ করিবে ॥১৬||
এসণাসমিও লজ্জ, গামে অণিয়ও চরে।
অল্পমতো পমত্তেহিং, পিংডবায়ং৮ গবেস ॥১৭ এসণাসমিও (এষণাসমিত = নির্দোষ আহার গ্রহণকারী ) লজ্জ, ( লজ্জাবান্ =
১। “সন্নিধি মদিনভােজনার্থং ভুক্তশেষস্যান্নাদে রাত্রে স্থাপনং” টীকা ২।
২। লেবমায়ায়’ টীকা ৩। “লেপমাত্রয়া যাবত। পাত্রমুপলিং স্যাৎ তাবঝানমপি” টীকা ২।
৩। সমায়ায়’ টীকা ৩। ৪। “নিরবিক্খাে’ টীকা ২।
৫। শরীরযাত্রা নির্বাহনার্থে দোষরহিত আহারাদির গ্রহণ করিবার জন্য সাবধানতাপূর্বক আচরণকে এষণা সমিতি কহে।
৬। “অনিয়তােহনিশ্চিতবৃত্তিঃ” টীকা ২। “অনিয়তে নিত্যবাসরহিতঃ” টীকা ১। ৭। “প্রমত্তেভ্যো গৃহস্থ্যে : তে হি বিষয়াদিপ্রমাদসেবনাৎ প্রমত্তা উচ্যন্তে” টীকা ৩। ৮। “পিংডবাতং’ টীকা ৩।