________________
ক্ষুল্লকনিগ্রন্থীয় | সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি পূর্ব বর্ণিত বিষয় নিজের বুদ্ধির দ্বারা হৃদয়ে অবধারণ করিবে, বিষয়লােলুপতা ও মমত্ব ছিন্ন করিবে এবং পূর্ব পরিচয় আকাঙ্ক্ষা করিবে না (পূর্ব বন্ধুত্ব স্মরণ করিবে না ) ॥৪॥
গবাসং মণিকুংডলং, পসবাে দাসপপারুসং।
সব্বমেয়ং চইত্তা ণং কামরূবী ভবিসি ॥৫॥ (হে শিষ্য ) গবাসং (গবাশ্ব =গৌ ও অশ্ব ) মণিকুংডলং ( মণি ও কুণ্ডলাদি অলঙ্কার) পসবো (পশুগণ = ছাগলাদি অন্যান্য পশু) দাসপােৰুসং (দাসপৌরুষ = দাস ও পদাতিকাদি) চইত্তা ণং (ত্যাগ করিয়া ) (সংযম পালন করিলে তুমি ) কামরূবী (কামরূপী =ইচ্ছানুযায়ী রূপধারণ করিতে সমর্থ, ইহজন্মে বৈক্রিয় শরীর ধারণ করিবার লব্ধি প্রাপ্ত হইয়া বা পরজন্মে দেবলােকে উৎপন্ন হইয়া ইচ্ছানুযায়ী রূপধারণ করিবার শক্তি প্রাপ্ত) ভবিসসি (হইবে ) |৫||
হে শিষ্য, গে, অশ্ব, মণি, রত্ন, কুণ্ডলাদি অলঙ্কার, অন্যান্য পশুসমূহ, দাসদাসী ও দ্বারপালাদি পরিত্যাগ করিয়া সংযম পালন কর তাহা হইলে তুমি ইহজন্মেই বিশেষ শক্তি প্রাপ্ত হইয়া বা পরজন্মে দেবলােকে উৎপন্ন হইয়া ইচ্ছানুযায়ী রূপ ধারণ করিতে সমর্থ হইবে ॥৫||
থাবরং জংগমং চেব, ধণং ধঃং উবখরং।
পচ্চমাণ কম্মেহিং, নালং দুক্খাও মােয়ণে ৬|| থাবরং (স্থাবর = গৃহাদি স্থাবর সম্পত্তি) জংগমং (জঙ্গম=গগা হস্তি প্রভৃতি পশু) চেব (এবং) ধণং (ধন) ধগ্ন ( ধান্য ) উবখরং (উপস্কার = গৃহসামগ্রী তৈজসপত্র আসবাব প্রভৃতি) কম্মােহিং (কর্মের দ্বারা) পচ্চমাণসস ( পীড়িত) (প্রাণীকে) দুক্খাও ( দুঃখ হইতে) মােয়ণে ( মুক্ত করিতে ) অলং ন (সমর্থ হয় না) |৬||
১। “কামরূপী অভিলষিতরূপবিকরণশক্তিমান্ ভবিষ্যসি ইহৈব বৈক্রিয়করণাদ্যনেকলব্ধিযােগৎ পত্র চ দেবভাববাপ্তেরিতি” টীকা ৩। কামরূপী শব্দের যে অর্থ টীকাকারগণ করিয়াছেন তাহার শব্দার্থ ধরিলে যথার্থ হয়। কিন্তু সম্পূর্ণ শ্লোকের আশয় বিবেচনা করিয়া কামরূপী শব্দের অর্থ কামাচারী বা ইচ্ছানুযায়ী বিচরণকারী করিলে অর্থ সুগম ও সরল মনে হয়। নাধুগণের নিকট কোনরূপ পরিগ্রহ না থাকায় ইচ্ছানুযায়ী ধর্মমার্গে বিচরণ করিতে তাহাদের কান বাধা গ্রাহ্য করিবার প্রয়ােজন হয় না।