________________
৮৪।
উত্তরাধ্যয়ন সূত্র
অনুসন্ধান করিবে ) (এবং) ভূএ (প্রাণিগণের প্রতি) মিত্তিং (মৈত্রী) কল্পএ ( আচরণ করিবে ) ॥২॥ | তজ্জন্য ( অবিদ্যাগ্রস্ত ব্যক্তিগণ দুঃখপ্রাপ্ত হয় বলিয়া) তত্ত্বজ্ঞানী পুরুষ পুত্ৰকলত্রাদি সম্বন্ধজনিত বন্ধন ও তীব্র মােহাদিজন্য একেন্দ্রিয়াদি জাতিতে উৎপন্ন হইবার মার্গ অবগত হইয়া স্বয়ং সত্যের অনুসন্ধান করিবে এবং প্রাণিগণের প্রতি মৈত্রী আচরণ করিবে ॥২||
মায়া পিয়া হ্নসা ভায়া, ভঙ্খা পুত্তা য় ওরসা।
নালং তে মম তাণায়, লুপ্পংত সকমুণ ॥৩॥ মায়া (মাতা) পিয়া (পিতা) হ্নসা ( সুষা=পুত্রবধু ) ভায়া ( ভ্রাত) ভজ্জা ( ভার্যা=স্ত্রী) পুত্তা ( পালিতপুত্র) য় (ও) ওরস (ঔরস পুত্র) তে (তাহারা সকলে ) সকম্মুণা (স্বকৃত কর্মের দ্বারা) লুপ্পংত (দুঃখপ্রাপ্ত) মম (আমার) তাণায় (ত্রাণের জন্য = রক্ষার জন্য ) অলং ন ( সমর্থ হয় না) ॥৩।
স্বকৃতকর্মের দ্বারা দুঃখপ্রাপ্ত হইলে আমাকে মাতা, পিতা, পুত্রবধূ, ভ্রাতা, স্ত্রী, পুত্ৰও পৌত্রাদি ত্রাণ করিতে সমর্থ হয় না ॥৩||
এয়মঠং সপেহা, পাসে সমিয়দংশণে।
ছিল গিদ্ধিং সিণেহং চ, ন কংখে পুব্বসংথবং ॥৪॥ সমিয়দংসণে (শমিতদর্শন = যাহার অবিদ্যা বা মিথ্যাত্ব উপশান্ত হইয়াছে, সম্যক্দৃষ্টি) (ব্যক্তি) এয়মঠং (এইরূপ অর্থ=পূর্বোক্ত বিষয় ) সপেহাএ (স্বপ্ৰেক্ষা দ্বারা = বুদ্ধির দ্বারা) পাসে (পশ্যেৎ =হৃদয়ে অবধারণ করিবে ) গিদ্ধিং (গৃদ্ধি= বিষয়লােলুপতা) চ (ও) সিণেহং (স্নেহ =মমত্ব, রাগ ) ছিন্দ (ছেদন করিবে=ত্যাগ করিবে ) (এবং) পুব্বসংথবং (পূর্ব পরিচয় ) ন কংথে ( আকাঙ্ক্ষা করিবে না) |৪||
১। “পুত্রাঃ পুত্ৰত্বেন মানিতা” টীকা ১। অন্য টীকাকারগণও ঐরূপ অর্থ করিয়াছেন। শ্রীসন্তবালকৃত অনুবাদে পৌত্র অর্থ করা হইয়াছে।
২। “শমিতদর্শনঃ শমিতং ধ্বস্তং দর্শনং মিথ্যাদর্শনং যেন শমিতদর্শনঃ অথবা সম্যক প্রকারেণ ইতং প্রাপ্তং দর্শনং সম্যত্বং যেন সঃ সমিতদর্শন” টীকা ১।
৩। “ছিংদে’ টীকা ১। ৪। গেহিং' টীকা ১ ও ৩ ‘গেদ্ধিং’ টীকা ৪।