________________
প্রশ্নকর্তা ঃ কেউ যখন সামনের জনের লেভেলে আসে তখনই কথা হয় ? | দাদাশ্রী ঃ হ্যা, ওর ‘রিভলুশন’-এ আসলে তবেই কথা হবে। তােমার। সাথে কথা বলতে বলতে আমার ‘রিভলুশন’ তাে কোথায় কোথায় ঘুরে এল। সমস্ত বিশ্ব ঘুরে এল। তুমি কাউন্টারপুলী’ দিতে জান না। এতে কম ‘রিলুশন’-এর ইঞ্জিনের দোষ কি? ওতাে তােমার দোষ যে তুমি কাউন্টারপুলী’ দিতে জান না।
শেখাে, ফিউজ লাগাতে | এটুকুই বুঝে নেবে যে এই ‘মেশিনারী’ কি রকম আর এর ‘ফিউজ’ উড়ে গেলে কিভাবে এতে ‘ফিউজ লাগানাে যায়। সামনের জনের প্রকৃতির সাথে এডজাস্ট’ হতে পারা চাই।
আমার তাে যদি সামনের জনের ‘ফিউজ’ উড়ে যায় তাহলেও তার সাথে এডজাস্টমেন্ট’ হয়। কিন্তু সামনের জনের যদি ‘এডজাস্টমেন্ট’ ভেঙে যায় তাে কি হবে? ‘ফিউজ চলে গেলে তাে দেওয়ালের সাথে ধাক্কা খাবে, দরজার সাথে ধাক্কা খাবে, কিন্তু ওয়্যার (তার) নষ্ট হয় নি, কানেকশন নষ্ট হয় নি। সুতরাং কেউ যদি ফিউজ লাগিয়ে দেয় তাে আবার সব ঠিক হয়ে যাবে, নয়তাে ততক্ষণ পর্যন্ত অশান্তিতে থাকবে।
আয়ু সংক্ষিপ্ত আর ঝামেলা বেশী সবথেকে বড় দুঃখ কি? ‘ডিসএঞ্জাস্টমেন্ট। সেখানে ‘এঞ্জাস্ট এভরিহােয়্যার’ করে নিলে অসুবিধা কি?
প্রশ্নকর্তা ও তাতে তাে পুরুষার্থ চাই।
দাদাশ্রী ঃ কোন পুরুষার্থ চাই না। আমার আজ্ঞা পালন করবে যে দাদাজী বলেছেন ‘এডজাস্ট এভরিহােয়্যার’, তাহলেই ‘এডজাস্ট’ হতে থাকবে। স্ত্রী যদি বলে, তুমি চোর। তাহলে বলবে, ইউ আর কারেক্ট। স্ত্রী দেড়শাে টাকার শাড়ী আনতে বললে তুমি পঁচিশ টাকা বেশী দেবে তাহলে ছ'মাস পর্যন্ত তাে চলবে!
[ ২১ ]