________________
লােকের উপর চাপিয়ে দেবে না। সামনের জনের অভিপ্রায় তােমাকে নিতে হবে। আমি তাে সবার অভিপ্রায় নিয়ে ‘জ্ঞানী’ হয়েছি। আমি নিজের অভিপ্রায় অন্যের উপর চাপিয়ে দিলে তাে আমিই অবুঝ হয়ে যাব। নিজের অভিপ্রায় থেকে কারাের দুঃখ যেন না হয়। তােমার ‘রিভল্যুশন’ আঠারাে শাে আর অন্যজনের ছ’শাে, আর তুমি ওর উপর নিজের অভিপ্রায় চালিয়ে | দিলে তাে ওর ইঞ্জিন ভেঙে পড়বে। ওকে সমস্ত ‘গীয়ার’ বদলাতে হবে।
প্রশ্নকর্তা ও রিভল্যুশন’ মানে কি?
দাদাশ্রী ঃ এই যে চিন্তা করার স্পীড, তা প্রত্যেকের আলাদা - আলাদা হয়। কোন ঘটনা ঘটলে মন তাে একমিনিটেই কত কিছু দেখিয়ে দেয়। ওর সমস্ত পর্যায় ‘অ্যাট এ টাইম’ দেখিয়ে দেয়। এই বড়-ভড় প্রেসিডেন্টদের এক মিনিটে বারাে-শাে ‘রিভল্যুশন’ ঘােরে আর আমার পাঁচ-হাজার আর ভগবান মহাবীর-এর লাখ ‘রিভলুশন’ ঘুরতাে!
এই মতভেদ-এর কারণ কি? তােমার স্ত্রী-র ‘রিভলুশন’ একশাে আর তােমার ‘রিভল্যুশন’ পাঁচ-শাে, অথচ তুমি মধ্যিখানে কাউন্টারপুলী’ দিতে জান না। সেই কারণেই স্ফুলিঙ্গ বার হয় আর ঝগড়া হতে থাকে। আরে, কখনাে কখনাে তাে ইঞ্জিন’ ও ভেঙে পড়ে। রিভলুশন’ জিনিষটা বুঝলে? তুমি যদি এই মজদুরের সাথে কথা বলাে তাে তােমার কথা ও বুঝতে পারবে না। ওর রিভলুশন’ পঞ্চাশ আর তােমার পাঁচ-শাে। কারাের হাজার হয়, কারাের বারাে-শাে হয়, যার যেরকম ‘ডেভেলপমেন্ট’ সেই অনুযায়ী তার ‘রিভলুশন’ হয়। মাঝখানে কাউন্টারপুলী’ দিলে তখন তােমার কথা সে বুঝতে পারবে। কাউন্টারপুলী’ মানে তােমাকে মধ্যে পাটা দিয়ে নিজের ‘রিভলুশন’ কম করতে হবে। আমি প্রত্যেক মানুষের সাথে কাউন্টারপুলী’ দিয়ে দিই। শুধু নিরহংকার হলেই যে কাজ হবে তা নয়। কাউন্টারপুলী’ প্রত্যেকের সাথে নিতে হবে। এই কারণে আমার কারাে সাথে মতভেদ হয়ই না। আমি জানি যে এই ভাইয়ের ‘রিফশন’ এত, আর সেই অনুসারে আমি কাউন্টারপুলী’ দিই। আমার তাে ছােট বাচ্চাদের সাথেও খুব ভালাে। জমে যায়। কেননা আমি তাদের জন্যে চল্লিশ রিভলুশন’ করে রাখি। তাই তারা আমার কথা বুঝতে পারে। নয়তাে এই ‘মেশিন’ ভেঙে যাবে।
| [ 20]