________________
দেখাে, ব্রহ্মাজীর একদিন মানে আমাদের পুরাে জীবন! ব্রহ্মাজীর একদিনের বরাবর জীবনে বাঁচার জন্য এত অশান্তি করা কেন? যদি তুমি ব্রহ্মাজীর একশাে বছর বাঁচতে তাহলে ভাবতে ‘ঠিক আছে, কি জন্যে এডজাস্ট হব?’ দাবী ঠুকে বলতে। কিন্তু এ তাে জলদি শেষ করতে হবে, এর কি করবে? ‘এজাস্ট হয়ে যাবে না কি দাবী করবে? কিন্তু এ তাে একদিন মাত্র, এ তাে তাড়াতাড়ি শেষ করতে হবে। যে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, সেখানে কি করা উচিৎ? ‘এডজাস্ট’ হয়ে ছােট করে নিতে হবে নয়তাে বেড়েই চলবে, না কি বাড়বে না? স্ত্রীর সাথে ঝগড়া করলে রাতে ঘুম আসবে কি? আর সকালে ভাল জল-খাবার পাবে না।
আত্মস্থ করাে, জ্ঞানীর জ্ঞানকলা! কোন দিন স্ত্রী বলে, “আমাকে ওই শাড়ীটা এনে দেবে না? ওই শাড়ী আমাকে এনে দিতে হবে। স্বামী প্রশ্ন করল, ‘কিরকম দামের শাড়ী দেখেছাে? স্ত্রী বলল, বেশী নয়, বাইশ শাে টাকার। তখন এ বলে, তুমি বাইশ শাে টাকার বলছাে, কিন্তু এখন আমি টাকা পাব কোথায়। এখন হাতে টাকা নেই, দু-তিন শাে হলে এনে দিতাম, কিন্তু তুমি তাে বাইশ শাে বলছ। ও রাগ করে বসে থাকল, তখন কিরকম দশা হবে! এরকমও মনে হয় কি আরে, এর চেয়ে তাে বিয়ে না করলেই ভাল ছিল। বিয়ের পর পশ্চাতাপ, তাতে কি লাভ? অর্থাৎ এসবই দুঃখ।
প্রশ্নকর্তা ঃ আপনি কি বলছেন স্ত্রীকে বাইস শাে টাকার শাড়ী এনে দিতে হবে?
দাদাশ্রী ? এনে দেওয়া না দেওয়া তােমার উপর নির্ভর করছে। রাগ করে রােজ রাতে খাবার বানাবাে না’ বললে তুমি কি করবে, কোথা থেকে রাঁধুনী আনবে? এইজন্যে ধার করেও শাড়ী এনে দিতে হবে নাকি ?
তুমি এমন ব্যবস্থা করাে যাতে শাড়ী ও নিজেই না আনে। তুমি যদি মাসে আট হাজার টাকা পাও তাে এক হাজার নিজের হাত খরচের জন্যে রেখে সাত হাজার ওকে দিয়ে দেবে। তারপরে কি আর সে বলবে যে শাড়ী নিয়ে এসাে ? উল্টে তুমিই কোনদিন মজা করে বলতে পারাে, ওই শাড়ীটা খুব সুন্দর ছিল, নিলে না কেন?’ নিজের ব্যবস্থা ওকে নিজেকেই করতে হবে। যদি তুমি ব্যবস্থা করতে যাও তাে ও তােমার উপর জোর
[ ২২ ]