________________
কলেজে একটী মহাবীর অধ্যপক পদ সৃষ্ট হয়—এই তিনটা বিষয়ের জন্য তিনি মাসিক তিন শত টাকা দান করিতে প্রতিশ্রুত হইয়াছেন। বর্তমানে জৈন শিক্ষাপদ্ধতি সম্বন্ধে মহাবীর অধ্যাপনার কতকগুলি অতিরিক্ত বক্তৃতা প্রদত্ত হইতেছে এবং এই গুলি শিক্ষা-গ্রন্থমালার প্রথম গ্রন্থরূপে প্রকাশিত হইবে।
জৈন ধর্ম, দর্শন ও কৃষ্টি প্রভৃতি বিষয়ক বহু গ্রন্থ দুষ্প্রাপ্য ও অপ্রকাশিত আছে। ইংলণ্ডে পালি টেক্সট সোসাইটী যে ভাবে পালিগ্রন্থ প্রকাশ করিয়া বহির্ভারতে বৌদ্ধধর্ম প্রচারের যথেষ্ট সাহায্য করিয়াছে, ঐ প্রকারে জৈনগ্রন্থ প্রকাশের বিশেষ চেষ্টা হয় নাই। বোম্বাই প্রভৃতি অঞ্চলের কয়েকটী সমিতি কিছুকাল যাবৎ কতকগুলি গ্রন্থ প্রকাশ করিতেছেন, কিন্তু জৈন গ্রন্থের সংখ্যা-তুলনায় তাহা অতি সামান্য। যাহাতে এই ভাবে জৈনগ্রন্থ প্রকাশিত হইয়া ভারতীয় দর্শনের ও জ্ঞানের গভীরত্ব জগতে প্রচারিত হয় তদুদ্দেশ্যে ভারতী মহাবিদ্যালয় জৈন গ্রন্থমালা প্রকাশ আরম্ভ করিয়াছে এবং বর্তমান গ্রন্থখানি ইহার প্রথম গ্রন্থ। ইহার সম্পাদক ও অনুবাদক জৈনশাস্ত্রে ও সংস্কৃত শাস্ত্রে বিশিষ্ট পণ্ডিত। ইহার ১ম খণ্ডে মূল, সম্পাদকের টীকা ও বিস্তৃত বাংলা ব্যাখ্যা প্রকাশিত হইতেছে, এবং ২য় খণ্ডে ইংরেজী ও হিন্দী অনুবাদ প্রকাশিত হইবে। ইহার গ্রন্থকার এবং গ্রন্থের আলােচ্য বিষয় সম্পাদক তঁাহার ভূমিকায় লিপিবদ্ধ করিয়াছেন, সুতরাং সে বিষয়ের পুনরুক্তি নিষ্প্রয়ােজন। ডক্টর ডি. আর, ভাণ্ডারকর প্রমুখ বিখ্যাত মনীষীবর্গ এই সব কার্যের জন্য বিশেষ সাহায্য করিতে ও পরিশ্রম করিতে প্রতিশ্রুত হইয়াছেন। ডক্টর বেণীমাধব বড়য়া মহাশয়ও আর একখানি জৈনগ্রন্থ সম্পাদনা করিতেছেন। জৈন সম্প্রদায়ের বিশিষ্ট ধনী ও উৎসাহী ব্যক্তি এবং জৈন সাহিত্যের বিশিষ্ট পণ্ডিত লইয়া একটী ‘জৈন কমিটী’ ও একটী ‘জৈন সম্পাদকীয় কমিটি গঠিত হইয়াছে। অশ। করা যায় এই সম্প্রদায়ের অন্যান্য ধনী ব্যক্তিরাও শ্রীযুক্ত শান্তি প্রসাদ জৈন মহাশয়ের ন্যায় এই কার্যে অর্থ সাহায্য করিয়া তাহাদের ধর্ম ও কৃষ্টর এবং ভারতীয় জ্ঞান প্রচারের কার্যে একান্ত সহযােগিতা করিবেন। ভারতের প্রত্যেক পুস্তকাগারও এইসব গ্রন্থ ক্রয় করিয়া ইহাদের প্রচারে সাহায্য করুন ইহা প্রার্থনীয়। জৈন-ধর্মানুরাগী শ্ৰীযুক্ত ছােটে লাল জৈন মহাশয়ও এইসব কার্যের জন্য ধন্যবাদাহ।
)
গুরু পূর্ণিমা, ১১ই শ্রাবণ, ১৩৪৯ সন (ইং ২৭শে জুলাই, ১৯৪২)
সতীশ চন্দ্র শীল সাধারণ সম্পাদক, ভারতী মহাবিদ্যালয়,
কলিকাতা।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org