SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 90
Loading...
Download File
Download File
Page Text
________________ ৪১% বল্পভট্টিকৃত (৮-৯ শতক) চতুর্বিংশতিজিনস্তুতি ( নির্ণয় । সাগর প্রেস ১৯১২) ৯৬ সংস্কৃত শ্লোকে নিবদ্ধ ২৪ জন তীর্থংকরের স্তব। কান্যকুজাধিপতি যশােবর্ম দেবের পুত্র রাজা ‘আমরাজকে বল্পভট্টি জৈন ধর্মে দীক্ষিত করিয়াছিলেন বলিয়া প্রসিদ্ধি আছে। দশম শতকের ‘শােভন’ কবি-লিখিত শােভনস্তোত্র ( কাব্যমালা ৭) ২৪ জন তীর্থংকরের স্তোত্র। অতিপাণ্ডিত্যপূর্ণ সংস্কৃত ভাষা। শােভনের ভ্রাতা ধনপাল প্রাকৃত ভাষায় ৫০ শ্লোকে ঋষভপঞ্চাশিকা (কাব্যমালা ৭) লিখিয়াছেন। নন্দিসেন (৯ শতক) কৃত অজিয়-সংতি-থয় ( অপ্রচলিত ছন্দে প্রাকৃত ভাষায় ৯ শতকে লেখা)। দ্বিতীয় তীর্থংকর অজিতনাথ ও ১৬শ তীর্থংকর শান্তিনাথের আরও কয়েকটি স্তোত্র : জিনবল্লভ কৃত (১২ শতক) উল্লাসিকম-থয় ( বরােদা ১৯২৭), বীরগণি কৃত অজিয়-সংতিথয়, জয়শেখর কৃত অজিত-শান্তি-স্তব (সংস্কৃত) এবং শান্তিচন্দ্র গণিকৃত অজিত শান্তি-স্তব (১৬ শতক)। অভয়দেব (১১ শতক) কৃত জয়-তিহুয়ণ-স্তোত্র (আমেদাবাদ ১৮৯• ) পার্শ্বনাথের স্তব। বাদিরাজ (১১ শতক) কৃত দার্শনিক স্তোত্রত্ৰয় : জ্ঞানালােচন স্তোত্র (মাণিকচন্দ্র দিগম্বর গ্রন্থমালা ২১), একীভাব স্তোত্র (কাব্যমালা ৭) এবং অধ্যাত্মাষ্টক (মাণিকচন্দ্র দিগম্বর গ্রন্থমালা ১৩)। হেমচন্দ্ৰকৃত বীতরাগ স্তোত্র ( নির্ণয় সাগর ১৯১১) কুমারপালের আদেশে লিখিত। ধর্মঘােষ কৃত ইসিমংডল (ঋষিমণ্ডল) স্তোত্র জস্বামী, শয্যম্ভব, ভদ্রবাহু প্রভৃতি আচার্যগণের প্রশংসায় প্রাকৃত শ্লোকে রচনা। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy