________________
৪০ রচিত। “শিবি’র স্থানে এখানে জৈন নৃপতি বজায়ুধে’র করুণা কীর্তিত হইয়াছে। . মেঘপ্রভাচার্যকৃত ধর্মাভ্যুদয় (জৈন আত্মানন্দ গ্রন্থরত্নমালা, ৬১, ভাবনগর, ১৯১৮ ) জিন পার্শ্বনাথের মন্দিরে অভিনীত ছায়া নাটক। : : :
খণ্ড কাব্য বা স্তোত্র কাব্য অসংখ্য। কয়েকটির নাম :
ভদ্রবাহুকৃত উসগহর স্তোত্র পার্শ্বনাথের পঞ্চ শ্লোকাত্মক প্রাকৃতস্তোত্র।
মানতুঙ্গকৃত ভক্তামর-স্তোত্র (কাব্যমালা ৭ সংখ্যায় মূল) শ্বেতাম্বর ও দিগম্বর উভয় সম্প্রদায়ের মধ্যে বহুপ্রচলিত স্তোত্র। শৃঙ্খলাবদ্ধ মানতুঙ্গ রুদ্ধ গৃহ হইতে এই স্তোত্র প্রভাবে নিষ্ক্রান্ত হইয়া আসিয়া ভােজরাজকে জৈন ধর্মে দীক্ষিত করিয়াছিলেন বলিয়া প্রসিদ্ধি আছে। . সিদ্ধসেন দিবাকর কৃত কল্যাণ-মন্দির-স্তোত্র ( কাব্যমালা ৭)। এই স্তোত্রটিও দিগম্বর ও শ্বেতাম্বর উভয় সম্প্রদায়ের মধ্যে অতিপ্রিয় স্তোত্র। ৪৪টি অতি পাণ্ডিত্যপূর্ণ শ্লোকে নিবদ্ধ। এটি পার্শ্বনাথের স্তোত্র।
তাহারই লিখিত বর্ধমান মহাবীরের স্তোত্র দ্বাত্রিংশিকাস্তোত্র বা বর্ধমান দ্বাত্রিংশিকা ( ভাবনগর ১৯০৩)।
| সমভদ্র-কৃত বৃহৎ স্বয়ম্ভু স্তোত্র বা চতুর্বিংশতি জিন স্তন ( কাশী দিগম্বর জৈন গ্রন্থভাণ্ডার ১৯২৪-২৫)। | বিদ্যানন্দিকৃত পাত্রকেসরিস্তোত্র (কাশী দিগম্বর জৈনগ্রন্থ ভাণ্ডার), ইহারই নামান্তর বৃহৎ পঞ্চ নমস্কার স্তোত্র। এটি মহাবীর স্বামীর স্তোত্র, ৫০ শ্লোক।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org