________________
( ১০৪ )
৬। তমপ্রভা, অন্ধকার ।
৭। তমতমপ্রভা, সূচিভেদ্য ঘন অন্ধকারে পরিপূর্ণ । এইগুলিরও নিম্নে পদতলে আর একটি নরকের অবস্থান :
৮। নিগোড় : হত্যা প্রভৃতি অতি জঘন্য পাপ করিলে এই নরকে স্থান হয়। কোটি কোটি লোহার পেরেক পোড়াইয়া লাল করিয়া এখানকার পাপী জীবদিগকে পীড়ন করা হয় ৷
কল্পিত মানবদেহের কটিদেশে তির্যলোক বা পাতাল । এখানে আড়াইটী দ্বীপ বা মহাদেশ ৷ প্রত্যেক দ্বীপে মহাবিদেহ নামে এক-একটি গুপ্ত স্থান আছে, সেখানকার অধিবাসীরা মোক্ষলাভের অধিকারী ।
কটিদেশের ঊর্ধ্বে ঊর্ধ্ব লোক। বক্ষঃস্থলে দেবলোক, গ্রীবায় গ্রৈবেয়িকা, মুখমণ্ডলে অনুত্তরবিমান। সর্বোপরি শিরোদেশে সিদ্ধলোক ৷ হিন্দু পুরাণের ত্রিলোক বা চতুর্দশ ভুবনের সঙ্গে এ বর্ণনার কোনও মিল বা সাদৃশ্য নাই। স্বর্গ, মর্ত্য ও পাতাল লইয়া হিন্দু পুরাণের ত্রিভুবন বা ত্রিলোকী। সাতটি লোক ঊর্ধ্বে ́ [ ভূলোক, ভুবলোক, স্বর্লোক, মহর্লোক, জনোলোক, তপোলোক ও সত্যলোক বা ব্রহ্মলোক । ] ও সাতটি লোক নিম্নে [ অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল ও পাতাল ] । কিন্তু ইহলোক বলিতে যে মৰ্ত্যলোক বুঝায়, তাহা কি অতিরিক্ত ?
ঘরে।
বিয়ড়গিহংসি [ বিগড়গৃহে = জল-রক্ষণ-গৃহে ] জলের বিগড়—যাহা গড়াইয়া পড়ে, জল। সা ৩২, ৩৬ বিয়ড়—জল। সা ২৫ । বিয়ড়গ—জল। সা ৩৬ [ টীকাকারের অর্থ : . "বিকটগৃহে আস্থানমণ্ডপিকায়াং যত্র গ্রাম্য-পর্ষদুপবিশতি ।” = আস্থানমণ্ডপিকা যেখানে গ্রামের লোকেরা বসে । ]
সা ৪৬, ৪৮
বিয়রেজ্জা [ বিতরেয়ুঃ ] দান করা উচিত । বিয়ারভূমি [ বিচার-ভূমি ] বিচরণ স্থান । সা ৪৭, ৫২ বিয়াট্ট—ব্যাবৃত্ত। ১২০ বিরইয়—বিরচিত। ৩২
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org