SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 282
Loading...
Download File
Download File
Page Text
________________ ( ১০৩ ) লান্তক, মহাশুক্র, সহসার, আণত, প্রাণত, আরণ ও অচ্যুত—এই কয়টি বিভিন্ন লােকের অধিপতিরা বাস করেন। ২। গ্ৰৈবেয়কে ভদ্র, সুভদ্র, সুজাত, সুমানস, প্রিয়দর্শন, সুদর্শন, অমােঘ, সুপ্রতিভদ্র ও যশােধর—এই কয়টি লােকের অধিপতির বাস করেন। | ৩। অনুত্তর বিমানে বিজয়, বৈজয়ন্ত, জয়ন্ত, অপরাজিত ও সর্বার্থসিদ্ধ—এই পাঁচটি সর্বশ্রেষ্ঠ কল্পলােকে ‘ই’ নামক দেবাধিপতিরা বাস করেন। ইহা ছাড়া আরও কতকগুলি দেবতা আছে, তাহারা দাস দেবতা বা শ্রমিক দেবতা। | [ছ] কিৰিষিয়গণ নরক ও পাতালে অতি হীন কর্ম করিয়া থাকে। | [] তির্যক জ্বম্ভকগণ পৃথক্‌ দ্বীপে [ = মহাদেশে ] পৃথক পর্বতে থাকে। ইহার মধ্য শ্রেণীর শ্রমিক দেবতা। | [ঝ] লােকান্তিকগণ উচ্চ শ্রেণীর শ্রমিক দেবতা, দেবলােকের অধিবাসী। ইন্দ্র বা শত্রু দেবলােকের রাজা, কুবের শ্রেষ্ঠী এবং বৈশ্রমণ বিশ্বকর্মা বা ইঞ্জিনিয়ার। | [] এইসকল দেবলােকের উধ্বে আছে সিন্ধলােক। সেখানে কর্ম-বন্ধন-মুক্ত সিদ্ধগণ বাস করেন। কল্পিত মানবদেহের বিভিন্ন অঙ্গের সহিত সামঞ্জস্য রাখিয়া বিভিন্ন লােক বা ভুবনের অবস্থান কল্পনা করা হয়। পদষ্টিতে সপ্ত নরক। ১। রত্নপ্রভা, ধারালাে পাথর কুচিতে পরিপূর্ণ। | ২। শর্করা , চিনি বা মিছরির দানার মতাে ছুঁচলাে পাথর কুচিতে পূর্ণ। ৩। বালুপ্রভা, বালুকায় পরিপূর্ণ। ৪। পংকপ্রভা, পাকে ভরা। । ধুপ্রভা, ধোঁয়ায় ভরা। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy