________________
( ১০২ ) ৫। অগ্নিকুমার : অগ্নিবর্ণ দেহ, হরিদবর্ণ পরিচ্ছদ, জলপাত্র চিহ্নিত মুকুট।
৬। দ্বীপকুমার : রক্তবর্ণ, হরিদ্র্ণ পরিচ্ছদ, সিংহ চিহ্নিত মুকুট।
৭। উদধিকুমার : শুভ্রবর্ণ, হরিদ্বর্ণ পরিচ্ছদ, অশ্বচিহ্নিত মুকুট। ৮। দিশাকুমার : শুভ্রবর্ণ, শুভ্র পরিচ্ছদ, হস্তি-চিহ্নিত মুকুট।
৯। বায়ুকুমার : হরিদ্বর্ণ দেহ, অরুণবর্ণ পরিচ্ছদ, কুম্ভীরচিহ্নিত মুকুট।
১০। শুনিতকুমার : স্বর্ণবর্ণ দেহ, শুভ্র পরিচ্ছদ, শরাব-চিহ্নিত মুকুট। | গে] পাতালবাসী ব্যন্তর : [ বৃক্ষ-ধ্বজ পিশাচাদি ]: ১। পিশাচ : কৃষ্ণবর্ণ, কদম্বধ্বজ। ২। ভূত : কৃষ্ণবর্ণ, শেওড়া গাছ ইহার চিহ্ন। ৩। যক্ষ : কুৎসিত দেহ, বটবৃক্ষ ইহার চিহ্ন। ৪। রাক্ষস : শুভ্রবর্ণ, ‘খটম্ব’ বৃক্ষ ইহার চিহ্ন। ৫। কিন্নর হরিদ্বর্ণ, অশােক বৃক্ষ ইহার চিহ্ন। ৬। কিম্পূরুষ : শুভ্রবর্ণ, চম্পকবৃক্ষ ইহার চিহ্ন। • ৭। মহােরগ : কৃষ্ণবর্ণ ; মনসা গাছ ইহার চিহ্ন। ৮। গন্ধর্ব : কৃষ্ণবর্ণ, তিস্বরবৃক্ষ ইহার চিহ্ন।
[ঘ] বাণব্যন্তর : আণপন্নী, পাণপন্নী, ইসীবায়ী, ভূতবায়ী, কীয়, মহাকন্দীয়, কোহও এবং পহঙ্গ নামধারী ব্যন্তর।
ইহারা সকলেই অধােলােকের অধিবাসী। উলােকসী দেবগণের দুইটি শ্রেণী : জ্যোতিষী ও বিমানবাসী।
[] জ্যোতিষীরা সূর্য, চন্দ্র, গ্রহ, তারা ও নক্ষত্রের অধিবাসী।
[চ] বিমানবাসী বা কল্পবাসী: [ বিমানলােকের তিন ভাগ : [১] দেবলােক, [২] গ্রৈবেয়িক, [৩] অনুত্তবিমান।]:
১। দেবলােকে সুধর্মা, ঈশান, সনৎকুমার, মাহেন্দ্র, ব্রহ্মা,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org