________________
( ৩১)
১৪
এরাৰণ [ ঐরাবত ] ঐরাবত, ইন্দ্রের বাহন হস্তী। এলাবচ্চ—একটি গোত্রের নাম, ঐলাবৃত্য । থে ৪, ৬ এবই-খুত্তো [ ইয়ৎ-কত্বঃ ] এতটুকু করিয়া, এই পরিমাণে। সা ৪৮ এবইয়, এবতিক [ ইয়ৎ ] এইরূপ, এই মাত্রায় ৷ সা ১৮, ২১, ৪৮ এসণা [ এষণা ] অন্বেষণ, পর্যবেক্ষণ। এসণা সমিতি। ১১৮ ওগ্গহ—‘উগ্গহ’ দ্রষ্টব্য। অগ্রহ—বিচ্ছেদ। ওঘেতব্ব [ অবগ্রাহিতব্য ] তফাৎ থাকিতে হইবে ।
৫, ৮, ৫০, সা ৯
সা ১৮
ওট্ঠ [ ওষ্ঠ ] ওষ্ঠ । সা ৪৩
ওখয় [ অবস্তৃত, অবস্থাপিত ] ছড়ান, বিস্তৃত। হারোখয়-সুকয়রইয়-বচ্ছে—হারোচ্চয়ে শোভমান বক্ষঃস্থল যাহার ।
৬১, ৬৩
ওণিয়ট [ অবনিবৃত্ত ] মিলাইয়া যাওয়া। উচ্চলংত পচ্চোণিয়ট্টভমমাণ-লোলসলিলং— তরঙ্গ একবার উঠিতেছে, একবার প্রতিনিবৃত্ত হইতেছে, এইভাবে চঞ্চল জল যেখানে ঘুরিতেছে ফিরিতেছে। ক্ষীরোদ সায়রের বিশেষণ। 89
ওমুয়ই [ অবমুঞ্চতি ] ( পাদুকা ) খুলিয়া ফেলিতেছে। ১৫। ওমুইত্তা—খুলিয়া । ১৫, ১১৬
ওয়বিয়—[ পরিক্রমিত ] চঞ্চল ।
৩২ ।
১৫, ৬১
ওরাল [ উদার > উলার > উরাল > ওরাল ] উদার । ৩, ৫, ৬, ৯ ওরোহ [ অবরোহ ] সমারোহ । ১০২, ১১৫
ওলিঙ্গ ঝমাণ [ অবলিহ্যমান ] অবলিহ্যমান, যাহা চাটা বা লেহন করা হইতেছে। ৪2
ওবয়ংত [ অবপতন্ ] পড়ন্ত । ৩৭ ৯৭
১০০
ওসত্ত [ অবসক্ত ] সংলগ্ন, সংলিপ্ত। ওসন্নং [ প্রায়েণ ] অনেকাংশে, সা ৫৫, ৬১ ওসক্মিণী [ অবসর্পিণী ] ২, ১৯, ১৪৭
Jain Education International
ওবিয়—পরিক্রমিত
ওহি [ অবধি ] ‘অবধি’-জ্ঞান। ১৩৯, ১৬৬, ১৮১, ২১৯
ওহীরমাণী [ নিভ্রাতী ] ঘুমন্ত অবস্থায়, স্বপ্নে । ́ ৩, ৬, ৩১
For Personal & Private Use Only
www.jainelibrary.org