________________
| ( ৩০) পঞ্জরে অস্থিসংখ্যা ৮ এর অধিক হইবে না। দিবাভাগ উত্তপ্ত ও রাত্রি শীতল হইবে। রােগ ও ব্যভিচার বহু-বিস্তৃত হইবে। যুগান্তকালে যে প্রচণ্ড ঝটিকার উদ্ভব হইবে তাহাতে সকলে আতঙ্কিত হইবে। জগৎ যায় যায় বলিয়া মনে হইবে। মনুষ, পশু, পক্ষী, বীজ আশ্রয় খুঁজিয়া ফিরিবে : পর্বতগুহ, গঙ্গা ও সমুদ্র ভিন্ন আর কোথাও তাহাদের আশ্রয় মিলিবে না। এইয়ুগে শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষে একদিন উৎসপিণী আবর্তন আরম্ভ হইবে এবং কালচক্র উথান-মুখে আবর্তন করিতে লাগিবে। সাত দিন বৃষ্টি হইবে। সপ্তবিধ বস্তু বৃষ্টিযােগে পড়িয়া ভুমির উর্বরতা বৃদ্ধি করিবে। | ইহার পর দুঃসম যুগ ও তারপর দুঃসম-সুষম যুগ। দুঃসম-সুষম যুগে আবার নূতন চতুর্বিংশতি তীর্থংকরের শুভাগমন হইবে। ভাবী তীর্থংকরদিগের বিবরণ তীর্থংকর শব্দে দ্রষ্টব্য। | এগায়য়ং [ টীকাকার : “একত্ৰায়তং সুদ্ধং ভাণ্ডকং পাকাপকরণং চ কৃত্ব বপুষা সহ প্রাবৃত্য।” একত্র সুবদ্ধ ভাণ্ডাদি উপকরণ প্রাব। রণের দ্বারা অঙ্গে বাঁধিয়।] একত্ৰিত, পুটুলি করিয়া বাঁধা। সাঃ ৩৬।
এগয়ও চিঠি = একত্র থাকিতে-সা° ৩৮, ৩৯।
এক, ইক [ এক ] এক। এক্কারস [ একাদশ ] একাদশ। একারসম [ একাদশ ] একাদশ। এগ [ এক এগা [ স্ত্রী ] একা। এগারসী [একাদশী]। ১০৪, ১৫৭, ১১৬, ১২২, ১৩৬, ১৫, ৭৮, ৯৩, ২১২! সা ৩৮, ৩৯
এখ [ অত্র ] এখানে। ‘ই’ বিকল্পে। যে ৫
এয়ই [ এজতি ] নড়ে। ৯২, ৯৩, ৯৪। এয়মাণ [ এজমান ] নড়ন্ত। ৯৪ | এয়ারিস [ এতাদৃশ ] এতাদৃশ, এরূপ। ৪৬। এয়াণুরূৰ [ এতদনুরূপ ] ইহার অনুরূপ। ৯১, ১০৭, এয়ারূব [ এতদ্রূপ ] এইরূপ । ৩, ৫, ৬। | এরাবঈ [ ইরাবতী ] একটি নদী বা নালার [ কুনালার ] নাম। সা ১২
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org