SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 204
Loading...
Download File
Download File
Page Text
________________ ( ২৫ ) উপস্করণ—কোন কিছু সর্বাঙ্গসুন্দর করিবার জন্য বে যে বস্তু আবশ্যক তাহার যােগান দেওয়া। এখানে ধীরে ধীরে নির্বাচন দ্বারা যখন যে-টি মনে পড়ে সেইটি প্রস্তুত করা। ১০৪, উবঙ্খয়াণং [উপাধ্যায়ানা। উপাধ্যায়েভ্য। উপ > উব, ধ্য > ঝ, উপাধ্যায় > উবঙ্খায়, বিকল্পে উবষ্ময়। এই শব্দ হইতে আধুনিক ওঝা (গ্রাম্য রােঝ, রােজা), ঝা উদ্ভূত হইয়াছে। কৃত্তিবাস ওঝা।] পদমর্যাদায় উপাধ্যায় আচার্য অপেক্ষা কিঞ্চিৎ নন। আচার্য ( আয়রিয়াণং) দ্রষ্টব্য। জি• ১। উবঙ্খায়-[ উপাধ্যায় ] [ উপাধ্যায়ঃ সূত্রাধ্যাপকঃ ] সূত্রের অধ্যাপনা যিনি করেন তিনি উপাধ্যায়। ব্যাখ্যা না করিয়াও অধ্যাপনা চলিত, কারণ শিষ্যকে সূত্র কণ্ঠস্থ করানই উপাধ্যায়ের কাজ ছিল। সা: ৪৬। | উবদংসেই [ উপদিশতি ] উপদেশ দিয়াছেন, বুঝাইয়া দিয়াছেন। অতীতে লটু। যাকোবি ‘উপদৰ্শয়তি’ লিখিয়াছেন। দিশ, ও vদৃশ, মিশিয়া গিয়াছে। উবণংদ [ উপনন্দ ] একজন স্থবিরের নাম। সম্ভতবিজয়ের দ্বাদশ শিষ্যের অন্যতম। যে ৫ উবয়ংত [ অবপত] উড়িয়া পড়িতেছে যাহা। ৯৭ উবয়মাণ [ অবপত] উঠিতেছিল, নামিতেছিল বলিয়া। ১২৫, ১২৬ উবসমিয়ব্বং [ উপশমিতব্য ] শান্ত হইবে। উপসমাবিয়ং [ উপশামিতব্য ] শান্ত করিবে। উবসমই [ উপশামতি ] শান্ত হয়। উবসমসারং খলু সামন্নং। সা ৫৯। উস্সয়া [উপায়ঃ ] উপায়, আশ্রয়গৃহ। সা ৬০। উবস্সয়াও[ উপায়াৎ ] যে গৃহে ভিক্ষুদিগের শয্যা আস্তরণাদি থাকে, তাহাই তাহাদের উপায় গৃহ বা উপায়। সা ২৭ উবহি [ উপধি ] এই মায়ার সংসারে ব্যবহারের বস্তু। এই সব বস্তুতে ভিক্ষুদের কোনও স্বত্ব-স্বামিত্ব থাকে না। নির্লিপ্তভাবে তাহারা তাহাদের সকল উপধিই ব্যবহার করে। সা° ৫২। উবায়ণবিএ (উবাইণাবিওএ) [= অতিক্রমিতু। কোবি উপােদ O, P, 93–4 Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy