________________
| ( ২৪ ) উদধুমণী [ উদ্ধৃয়মানা, উদবিজ্যমান।) ব্যজনকারিণী। ৬১ উন্নংদিজ্জমাণ [ উন্নন্দ্যমান ] অভিনন্দিত হইতে হইতে। ১১৫ উপবজ্জমাণ [ উপবাদ্যমান ] বাদিত হইতে হইতে। ৪৪ উপপজ্জংতি [ উৎপছন্তে ] উৎপন্ন হয়। ১১৭ উপপয়মান [ উৎপত] উড়িতে উড়িতে। ১২৫, ১২৬ উপ পয়ংত [ উৎপন্] উড়িতে উড়িতে। ৯৭ : ' উল্পিং [ উপরি ] উপরে। ২৮৩, ২২৭
উল্পিংজলগ, উল্পিংজমাণ [ উৎপিঞ্জল ]-[ উৎপিঞ্জলাে ভৃশমাকুল স ইবারতীত্যাচার-কিপি শতরি চ; শত্রানশঃ (হেমচন্দ্র ৩১৮১) ইতি প্রাকৃতলক্ষণেন মাণাদেশে উল্পিংজলমাণি ত্তি সিদ্ধ তদ ভূতাভূত শস্যোপমাত্রা উৎপিঞ্জলস্তীতি বা। সন্দেহ বিষৌষধি টীকা।
উম্মাণ [ উন্মান ] ওজন, পরিমাণ। ৯, ৫১, ৭৯, ১০০ উল্ল [ আর্দ্র ] আর্দ্র, সিক্ত। ৯৫। সা ৪২ উল্লগচ্ছ—একটি স্থবির কুলের নাম। থে ৭
উল্লোইয় [ উল্লোচিত ] [ লেপিত-ধবলিত। লা-উল্লোইয়-মহিয়ংলাইয়ং ছাগনাদিনা ভূমৌ লেপনং। উল্লোইয়ং সটিকাদিনা কুট্যাদি ধবলন তাভ্যাং মহিতং পূজিতং তৈরেব বা মহিতং পূজনং যত্র তৎ তথা। অন্যেতু : লিপ্তম্ উল্লোচিত উলোচষুক্তং মহিতং চেতি ব্যাচক্ষতে। সন্দেহ বিষৌষধি টীকা।] টীকাকারের অর্থ কষ্টকল্পিত ও বিকল্প-যুক্ত। লাজ’ শব্দের অর্থ ‘খই’। উল্লোচ শব্দের অর্থ ‘চন্দ্রাতপ’। “লা উল্লোইয়’ [ < লাজোল্লোচিত ] শব্দে ‘লাজ (খই ) ছড়ানাে হইয়াছে যেখানে এবং উল্লেীচ (চাদোয়া) খাটানাে হইয়াছে যেখানে এই অর্থ স্পষ্ট ও বিকল্পশূন্য। সুতরাং ‘লাজোল্লোচিত কর’ মানে ‘খই ছড়াও এবং চাদোয়া খাটাও। ১০৩, ১০১
উবইট্ঠ [ উপদিষ্ট] উপদিষ্ট। ১১৪ উবউ [ উপযুক্ত ] উপযুক্ত। যে ১৩ উবখড়াবিংতি [ উপস্কারয়ন্তি ] প্রস্তুত করায়। উপস্কার,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org