________________
| ( ২৬ ) যাপন ?] কাটাইতে, অতিক্রম করিতে। না সে কল্পই তং রয়ণিং তবে উবায়বিএ = সেইখানেই সে রাত সে কাটাইতে পারিবে না। atcerfan secara : but he is not allowed to pass the night in the former place. ॥ সা° ৩৬। সা° ৮, ৫৭, ৬২ | বেলমুবায়ণাবিত্ত [ সা” ৩৬ ] বেলা কাটাইতে পারিবে না)। [উপায়ন = নিকটে গমন। উপায়নাপি = নিকটে স্থাপন করা + তু=উপাযনাপিতু+ ৪র্থী-এ=উপাযনাপিতবে।]
উবাসগ [ উপাসক ] উবাসিয়া [ উপাসিকা ] শ্রাবক, শ্ৰাবিক। গৃহী, গৃহবধূ। ১৩৬, ১৩৭, ১৬৩, ১৬৪, ১৭৯, ১৮, ২১৬, ২১৭
উসভ [ ঋষভ ] আদি তীর্থকর। ২৩৪, ২০৬-২২৮ উসভদত্ত-মহানন্দার স্বামী। ২, ৫, ৮, ১৩, ১৫
উসভসেন-[ ঋষভসেন ] ঋষভদেবের ৮৪০০০ শ্ৰমণ শিষ্যগণের প্রধান। ২১৪
উসিণ [ উষ্ণ ] উষ্ণ। ৬১। সা ২৫ উসসপ্পিণী [ উৎসর্পিণী ]—‘ওসপ্পিণীএ’ দ্রষ্টব্য। ১৯। উসসা, ওসা [ অবশ্যা, অবশ্যায় ] হিম, শিশির, তুহিন। সা ৪৫ উসিয় [ উদ্ভুিত ] উচ্ছিত। ৩৩
উসসুক, উসসুংক, উসসংক [ উচ চুল্ক ] শুল্কমুক্ত, নিঃশুল্ক। ১৩২, २००
উসেইম [ উৎৰেদিম, উৎসেকিম ] রন্ধনপাত্র হইতে যে জল উপচাইয়া পড়ে। ভাতের ফেন প্রভৃতি। সা ২৫ সংসেইম[ সংস্বেদিম, সংসেকিম ] খাদ্যের সহিত মিশিয়া থাকে যাহা, চাউল ধােয়া জল, চিড়া ঘােয় জল, আমানি প্রভৃতি।
উস [ উৎসক্ত ]উপরিলগ্ন। ১০০ উসিয় [ উদ্ভুিত ] উদ্ভুিত। ৩৩
ওসপ্পিণী [ অবসর্দিণ্যাঃ। জৈনদিগের কালপ্রবাহে দুইটি যুগক্রান্তি কল্পিত হইয়াছে ? অবক্রান্তি ও উৎক্ৰান্তি। কোটি কোটি সাগরােপম কাল পরিমাণ লইয়া একটি উৎসর্পিণী ক্লান্তি ও তারপর
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org