SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 193
Loading...
Download File
Download File
Page Text
________________ | ( ১৪ ) অমিলায়-মল্ল-দামং [ অম্লানমাল্যদাম ] অম্লান ফুলের মাল্য। ১০২ -অংৰিল- [ -অম্ল- ] টক। ৯৫ অম্মাপিউ- [ মাতা-পিতৃ, অম্মা < অম্বা ] মাতাপিতা। ১০৪, ৯০, ১০৮, ১১০ অমূহ- [ অস্ম- ] উত্তমপুরুষের বহুবচনীয় সর্বনাম। ৫১ অয়ল- [ অচল-] অচল। ১৬ অয়লভায়া [ অচলভ্রাতা ] স্থবিরনাম, তিন শত শ্ৰমণ শিষ্যের আচার্য। থে ১ অর-অরনাথ,-১৮শ তীর্থকর। ১৮৭ অরয়- [ অরজ- ], অরয়ম্বরথধরে [ অরজোম্বর-বস্ত্রধরঃ ] রজোহীন আকাশের ন্যায় [ শুভ্রবর্ণ ] বস্ত্রধারী। ১৪ অরুয়ং [ অরুক্‌] রােগবর্জিত। ১৬। অরিঠনেমি [অরিষ্টনেমি] হরিবংশােত ২২শ তীৰ্থকর। ১৭০-১৮৩ অরিহদত্ত, স্থবির সুটুঠিয়-সুপপড়িদ্ধের শিষ। স্থবির। যে ১০ অরিহদিন্ন—জাতিস্মর স্থবির সিংহগিরির প্রিয়শিষ। স্থবির। যে ১১ অরিহংতাণং [ < অভ্য: > অৰ্হতাম্। প্রাকৃতে চতুর্থ স্থানে ষষ্ঠী বিভক্তি হয়। অনুস্বার বা হসন্ত ব্যঞ্জনের পূর্ববর্তী স্বর হ্রস্ব স্বর হয়। নাম্ > ণং। ভগবান্ > ভগবং, পূর্ব > পুব্ব, তীর্থ > তিখ। অহৎ-অহন্ত, > অরহন্ত,-অরিহন্ত,+ণং ৬৩ = অরহাণং, অরিহন্তাণং। (৬৩) ণং (< নাম্) বিভক্তির পূর্বস্বর দীর্ঘ হয়। অর (রি) হংতে, হংতে, হংতসস, হংতাণং, হংতে (২) -হংতেণ (ং), হংতেহি (ং), হংতাও, হংতং। অরহ ‘অহও’—প্রাচীন রূপ।] জৈন তীৰ্থকর (ধর্ম প্রচারক) দিগকে ‘অরহা’, বলা হয়। সর্বজ্ঞাে জিতরাগাদিদোষস্ত্রৈলােক্যপূজিত। যথাস্থিতার্থবাদী চ দেবােহ পরমেশ্বর সর্বজ্ঞ, বিষয়াসক্তি প্রভৃতি সর্ব দোষ বর্জিত, ত্রৈলােক্যপূজিত, যথাস্থিতার্থবাদী দেব পরমেশ্বর ‘অহৎ’ নামে খ্যাত। জি° ১। | | টীকাকারের ব্যুৎপত্তি। দেবাদিত্যোহতিশয়-পূজা-বন্দনাহত্বাদ Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy