________________
( ১৩)। অৰভহিয় [ অভ্যধিক- ] তদপেক্ষা অধিক। ৬১ অভিংতর [ অভ্যন্তর ] অভ্যন্তর। ১০০, ৩২, ৬৩, অভগৃগ [ অভগ্ন ] অভগ্ন, সমগ্র। ১১৪ অভিখণং [ অভীক্ষ] বারে বারে, ঘন ঘন, পুনঃ পুনঃ। সা ১৭ অভিজস- [ অভিযশঃ ] কুলের নাম। যে ৯।
অভিগুণমাণ, অভিথুমাণ-[ অভিষ্টয়মাণ- ] যাহার সম্মুখে স্তব করা হইতেছে। ১১০, ১১৩, ১১৫
অভিণংদণ- [ অভিনন্দন-] চতুর্থ তীর্থংকর। ২০১ অভিণংদমাণ- [ অভিনন্দমান- ] অভ্যর্থমান। ১১০, ১১৩ অভিণিব্বই- [ অভিনিবৃত্ত- ] পার হইয়া যাওয়া, বিগত। ১১৩, ১২০
অভিন্নয়া- { অভিন্নাত্মা য়াকোবি ‘অভিজ্ঞাত লিখিয়াছেন ] অভিন্নাত্মা, অতিপ্রিয়, অন্তরঙ্গ। থে ৫, ৬।
অভিলাব- [ অভিলাপ-] নাম পরিবর্তন ও নূতন নাম সংযােজন পূর্বক পাঠ। মহাবীর’ স্থানে ‘পার্শ্ব’ শব্দের উল্লেখপূর্বক পাঠ। ১৫১, ১৫৪ | অভিসংগুণমাণ- [ অভিসংস্তয়মান-] সংস্তয়মান, যাহার স্তবগান করা হইতেছিল। ১১৩
অভিসিচ্চমাণী [ অতিষিচ্যমানা ] অভিষিচ্যমান, যাহার অভিষেক করা হইতেছিল। ৩৬
অভিসিংচই [ অভিসিঞ্চতি ] অভিষেক করে, সেচন করে। ২১১। অভিসেয়—অভিষেক। ৪, ৩৩, থে ৯৯
অভীই [ অভিজিৎ ] অভিজিৎ, নক্ষত্রের নাম। ২০৪, ২০৫, ২২৭ অমচ্চ- [অমাত্য-] অমাত্য, সদস্য, সভ্য। ৬১
অমমে, অমাণে, অমায়ে [ অমম, অমান, অমায়ঃ ]. মমতা, অভিমান ও মায়াবর্জিত। ১১৮
অমিজ্জ- [ অমেয়-] অমেয় । ১০২ অমিয়- [অমিত-] অপরিমিত। ৩৪
অমিয়াসণিয়স [ অমিতাসনিক ] বীরাসন, যােগাসনাদি নির্দিষ্ট আসন বাঁধিয়া যে উপবিষ্ট হয় নাই। অবাসন। সা ৫৩
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org