________________
( ১২ ) ‘অপশ্চিম-মারণাস্তিক-সংলেখনা’— বিশিষ্ট পারিভাষিক শব্দ, তপস্যাবিশেষের সংজ্ঞা। এই কৃচ্ছ সাধ্য তপস্যায় প্রাণ পর্যন্ত পণ করা হয়। এই তপস্যায় দেহ ক্বশ হইলেও জ্যোতি উদ্ভাসিত হয়। অপশ্চিমমারণান্তিক-সংলেখনা নামক তপস্যা সাধনে যাহার দেহ স্বৰ্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হয় । আচারাঙ্গ ১/৭/৮/৭ সূত্রে ‘ভক্তপ্রত্যাখ্যান-মরণ' ( = আহার ত্যাগ পূর্বক মৃত্যুব্রত গ্রহণ ). দ্রষ্টব্য ।
সাত ৫১।
অপমজ্জণা-সীলস [ অ-প্রমার্জনা-শীলস্য ] স্নান-মার্জনাদি কার্যে যে অভ্যস্ত নহে, যে নিয়মমত স্নান-মার্জনাদি করে না । সা ৫৩
অপরিন্নএনং [ অপরিজ্ঞপ্তেন ], অপরিন্নয়স [ অপরিজ্ঞপ্তস্য ], পাঠান্তর ‘অপরিন্নত্তস্স' ] যে ( প্রতিশ্রুতি ) জানায় নাই, তৎকর্তৃক ; যে [ অনুরোধ ] জানায় নাই তাহার জন্য । সা ৪০
অপাণএবং [ অ-পানকেন,
কিমপি পানীয়ং ন গৃহীত্বা ]
নিরঙ্কু। ১১৬, ১২০, ১৪৭
অপুঠ-বাগরণাইং [ অ-পৃষ্ট-ব্যাকরণানি, বিনা প্রশ্নেন ব্যাখ্যানানি ] যাহা কেহ জিজ্ঞাসা করে নাই, এমন প্রশ্নের উত্তর ও তাহার বিশদ ব্যাখ্যা । ১৪৮
অপুণরাবত্তি-সিদ্ধি - গই - নামধেয়ং [ অপুনরাবৃত্তি - সিদ্ধি - গতি - নামধেয়ম্ ] ১৬
অপ্,পড়িবাঈ [ অপ্রতিপাতী ] প্রতিপাতশূন্য । ১১২
অপ্ ফোড়িয় - লংগুলং [ আ - স্ফোটিত - লাঙ্গুলম্ ] যে লেজ আছড়াইতেছিল।
৩৫
অৰীয়ে [ অদ্বিতীয়ঃ ] অদ্বিতীয় । ১১৬, ১৪৭
অ ভংগণ [ অভ্যঙ্গন ] অভ্যঙ্গন, স্নিগ্ধ পদার্থ মদন । ৬০
অ ভংগিয় [ অভ্যংগিত ] অঙ্গের অভ্যন্তরে প্রবেশ করাইয়া মর্দিত ৷
6.
অভণুন্নায় [ অভ্যনুজ্ঞাত ] অনুমোদন করা হইলে। ৪৭, ৮৬,
১১০। সা ৪৬
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org