________________
ইত্যাদি প্রয়ােগে অধ’ শব্দে ননার্থতা প্রকাশ পায়। যাকোবি ‘অঙ্কট শব্দের মূল ‘অধতৃতীয় ধরিয়াছেন। সেটা ভুল। ৩৯, ১৯৪-২০৩, ২, ১৪৭, ৯, ৫১, ৭৯, ৯৬, ১৫২, ১৬৫। থে ১, সা ৫৭।
অংতগড়ে, অংতকড়ে [ অন্তকৃৎ ] তিনি শেষ করিয়াছিলেন, জাতিজরা-মরণবন্ধনের অন্তে গিয়াছিলেন, কর্মবন্ধন ছেদন করিয়া মােলাভ করিয়াছিলেন। ১২৪, ১৪৬, ১৪৭ | অংতকুলে [ অন্তকুলে, অন্ত্যজকুলেষু ] অন্ত্যজকুলে, চণ্ডালকুলে। ১৭, ১৯
অংতরাবাস [ অন্তরাবাস, যাকোবি ‘বর্ষারাত্ৰী’ লিখিয়াছেন, ‘অন্তঃ মধ্যে, ‘আবাসঃ অস্থায়ী বাস, অন্তরাবাস। অথবা ‘অন্তরা মধ্যে অর্থাৎ গ্রীষ্ম ও হেমন্তের মধ্যে অথবা পরিভ্রমণের মধ্যে বাস, অন্তরাবাস ] বর্ষাকালীন অস্থায়ী বাস, বর্ষাবাস। ১১২, ১২৪।
অংরিজ্জিয়া [ অন্তরীয়া ] স্থবিরগণের এক শাখার নাম। থে ৮। অংতেউর [অন্তঃপুর ] অন্তঃপুর। ৯০, ৯১, ১১২
অংতেবাসী [ অন্তেবাসী ] অস্তেবাসী, শ্রমণশিষ্য। অংতেবাসিণী [ অন্তেসিনী ] অস্তেবাসিনী, শিষ্যা। ১২৭, ১৪৪, থে ৫।
অপড়িলেহণা-সীলসুস [ অপ্রতিলেখনাশীলস্য ] যে ব্ৰতগ্রহণ ও তপশ্চরণে অভ্যস্ত নহে। সা ৫৩
অপড়িন্নবিত্তা [ অপ্রতিজ্ঞাপ্য ] প্রতিজ্ঞাপন না করিয়া, না জানাইয়া। সা ৫২।
অ-পচ্ছিম-মারণংতিয়-সংলেহণা-জুসণা-জ্বসিএ
[ টীকাকার: অপশ্চিম মরণ তত্ৰভবা, আত্বা উত্তরপদবৃদ্ধে অপশ্চিম মারণাংতিকী সা চাসে সংলেখনা তস্যা জুসণত্তি সেবা তয় জুসি ভি ক্ষপিতশরীরােহত এব প্রত্যাখ্যাত-ভক্তপানঃ ] সংলেখনা তপস্যা, বাণাঘাত, কণ্টকাঘাত, অগ্নিতাপ প্রভৃতি সহ করিয়া কৃচ্ছ সাধন দ্বারা যে তপস্যা অনুষ্ঠিত হয়, তাহা সংলেখনা। জ্বষণা= সেবা [ < zষণা= দেবসেবা? ]। জুষিত = সেবিত ? পশ্চিম-সর্বশেষ। অপশ্চিম-সর্বশেষ সংলেখনা অপেক্ষা অল্পকঠোর অস্তিম-পূর্ব সংলেখনা।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org