________________
অণুক্ত,[ অনুদ্ধত, অপরিত্যক্ত ] অপরিত্যক্ত। ১০২ অণুণাঈ [ অনুনাদী ] অনুকরণকারী। (মেঘ গর্জন-) বিড়ম্বী। ৪৪
অণুপইন [ অনুপ্ৰকীর্ণ] পরস্পর অন্তঃপ্রবিষ্ট। inter penetrating. ৪৬
অনুপবিসই [ অনুপ্রবিশতি ] আরম্ভ করিল। “ঈহম অনুপবিসই’ তর্ক আরম্ভ করিল, ভাবিতে লাগিল। ৮
অণুপালিত্তা [ অনুপাল্য] পালন করিয়া। সা ৬৩। অণুময়াইং [ অনুমতানি ] অনুমত, অনুমােদিত। সা ১৯।
অণুৰ হই | অনুৰংহতি, অনুৰোধয়তি ] উচ্চারণ করিলেন, হাকিলেন, বুঝাইলেন। ১১, ৫৩
অণোজ্জা [ অনবদ্য। ] অনবদ্যা বা প্রিয়দর্শনা, মহাবীরস্বামীর কন্যার দুই নাম। ১০৯
অন্নমণেং [ অন্যোন্য] পরস্পর, অন্যোন্য। ৭২ অতুরিয়ং [ অত্বরিতম্ ] ত্বরা না করিয়া, ধীরে ধীরে। ৫, ৪৭, ৮৮ অখ [ অত্র ] এখানে। থে ৯। অথং [ অর্থম্] অর্থ। ৯, ৫০, ৭৯। সা ৬৪ অথমণ- [ অস্তমন- ] অস্তগমন। ৩৯ অথি [ অস্তি ] আছে। ১৯। সা ১৯, ৩৮, ৩৯, ৫২, ৫৯
অখি- [ অস্থি-] অস্থি। সাধারণতঃ ‘অস্থি স্থানে অটুঠি’ হয়। পাঠান্তর ‘অটুঠি-'। ৬০
অথেগইয়াণং [ “অথেগইয়া আয়রিয়া” ইত্যুক্ত, অথং ভাসেই আয়রিও ইতি বচনাৎ। অর্থ এব অনুযােগ এব, একায়িত। একাগ্রতা, অর্থৈকায়িতা তেযাম্। অথবা অস্ত্যেত যদ একেষামাচাৰ্যাণামিদমুক্ত ভবতীতি এবং ব্যাখ্যেয়ম্। তত্র ষষ্ঠী তৃতীয়ার্থে ততশ্চাচার্যৈরিদমুক্তং ভবতি।”—সন্দেহবিষৌষধি টীকা।] আচাৰ্যদিগের। সা ১৪-১৯, ৬৩
অথব্বণ বেয় [ অথর্ব বেদঃ ] অথর্ব বেদ। ১০
অদ্ধ- [ অধ- ] অধ। অদ্ধঠম’ (=সাড়ে সাত ), ‘অদ্ধনব’ ‘অদ্ধনবম’ (=সাড়ে আট ), ‘অদ্ধটু’ [ অধচতুর্থ ] (= সাড়ে তিন ),
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org