________________
( 8 )
অলোভঃ ] ক্রোধশূন্য, মান [ = অভিমান, অহংকার ] শূন্য, মায়াশূন্য ও লোভশূন্য। ১১৮
অগারাও অণগারিয়ং [ অগারাৎ অনাগারিত্বম্ ] অগার বা সংসার - আশ্রম হইতে অনাগারিত্ব ব্রতগ্রহণ, সংসারবন্ধন ছিন্ন করিয়া সন্ন্যাসধর্ম গ্রহণ। ১, ৯৪, ১১৬
অগারীএ [ অগারিণী, অগারিণ্যাঃ ] গৃহবাসিনীর, গৃহস্থবধূর ।
সা ৩৯
অগিহংসি [ অগৃহে ] গৃহ ব্যতীত অন্য কোনও স্থানে, গৃহের বাহিরে। সা ২৯
অগ্গিদত্তে [ অগ্নিদত্তঃ ] অগ্নিদত্ত, ভদ্রবাহুর শিষ্য স্থবির । থে ৫ । অগ্গিভূঈ [ অগ্নিভূতিঃ ] অগ্নিভূতি, গৌতমের ভ্রাতা স্থবির। থে ১ । অংকোল্ল [ অংকোঠ- ] আঁকোড় ( গাছের ফুল ) । ৩৭ অংগুলিজ্জগ [ অঙ্গুরীয়ক ] আংটি ।
৬১
অচ্চন্নয় [ অত্যুন্নত ] অত্যুন্নত, উচ্চ। ৩৬
অচ্ছেরয় [ আশ্চর্যক ] আশ্চর্য। লোগচ্ছেরয়-ভূএ [ লোকাশ্চর্যভূভঃ ] জগতের আশ্চর্যস্বরূপ ৷ ১৯
অ-জিণাণং জিণসংকাসাণং [ অজিনানাং জিনসংকাশানাম্ ] জিন বা সর্বজ্ঞ না হইলেও যাঁহারা জিনকল্প তাঁহাদের । ১৩৮
অজিয়াইং [ অজিতানি ] অজিত, জয় না-করা, এখনও যাহা জিত বা বশীভূত হয় নাই সেইরূপ ( ইন্দ্রিয় জয় কর ) । ১১৪ অজিয়স [ অজিতথ্য ] অজিতনাথের ।
দ্বিতীয় তীর্থকরের
নাম । ২০৩
অড্ডঘোসে [ আর্যঘোষঃ ] আর্যঘোষ, পার্শ্বনাথের শিষ্য। ১৬০
অজ্জ চন্দণা [ আর্যা চন্দনা ] আর্যা চন্দনা । ছত্রিশ সহস্ৰ আৰ্ষিকাগণের ইনি নেত্রী ছিলেন। চন্দনা বৈশালীরাজ চেতকের কন্যা ছিলেন । মতান্তরে ইনি চম্পার রাজা দধিবাহনের কন্যা। স্থানকবাসীদের উপাখ্যানে আছে যে একজন সৈন্য ইঁহাকে জয় করিয়া আনিয়া বিক্রয় করিয়াছিল। সেখানে ইঁহাকে অনেক নিগ্রহ সহ্য করিতে হয়। ১৩৫
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org