________________
৫৯০
পাওয়া যায় । ইন্-ভাগান্ত কয়েকটি শব্দের সহিত ইকারান্ত
যেনন : সেটঠিলো, মুণিশো
শব্দগুলির রূপ মিশিয়া গিয়াছে। বিকল্পে সেঠিস, মুণি ।
প্রথমার একবচনে – রবী, বিণ হ্র। বহুবচনে - মুণী, মুণিলো,
সাহু, সাহুণো, সাহবোব সাধবঃ ।
দ্বিতীয়ার একবচনে – মুণিং, বিণহুং ।
-
বহুবচনে –– মুণিণো,
মুণী, সাহু, সাহুণো, সাহবো ।
তৃতীয়ার একবচনে—মুণিণা, সাহুণা। বহুবচনে — মুণিহিং, সাহূহিং [ হি ] । চতুর্থী ও ষষ্ঠীর একবচনে — মুণিণা, মুণি ; সাহুণো, সাহুস । বহুবচনে—মুণীণং সাহুণং
পঞ্চমীর একবচনে—মুণিণো, মুণীও, সাহুণো, সাহুও ৷ ৰহুবচনে — মুণীহিংতো ।
সপ্তমীর একবচনে- মুণিংসি, সাহুংসি ।
বহুবচনে—মুণীস্থ, সাস্থ ।
অকারান্ত, ইকারান্ত ও উকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ : সাধারণতঃ পুংলিঙ্গ শব্দের ন্যায়ই ইহাদের রূপ ; কেবল প্রথমা ও দ্বিতীয়ায় ভিন্ন রূপ, খীরং, দহিং, মহুং ; জলাইং, জলাণি, দহীইং, দহীণি, মণি, মহুইং ।
স্ত্রীলিঙ্গ শব্দ ঃ স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তৃতীয়া, চতুৰ্থী, ষষ্ঠী ও সপ্তমীর একবচনে অভিন্ন-রূপ হইয়া পড়িয়াছে : মালাএ, তিসলাএ, দেবাংদাএ । লচ্ছীএ, তংতীএ, ভগিণীএ। ৰহুএ। অন্য বিভক্তির একবচনে : প্রথমায় – তিসলা, লচ্ছী, ৰহূ। দ্বিতীয়ায়—দোণংদং, লচ্ছিং, ৰহুং। পঞ্চমীতে—তিসলা সপ্তমীতে—লচ্ছিংসি, ধেংসি পাওয়া যায়। বহুবচনে : প্রথমা দ্বিতীয়া—ভগিণীও, ভগিণী, মালাও, মালা, ৰহুও, ৰহু ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org