SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 104
Loading...
Download File
Download File
Page Text
________________ ৫/০ ইংদিয়ে = লদ্ধ পংচিলিয়ে ; কাঅ+ উসগং = কাউসগং ; অদ্ধ । অষ্ঠম = অদ্ধদ্ঠম ; পুরিস + উত্তম = পুরিসুত্তম ; হত্য [ ২ হস্তা ] + উত্তরা = হত্তরা ; মাণ + উম্মাণ = মাণুম্মাণ। সন্ধিজাত ঐ-কার ও ঔ-কার স্থানে যথাক্রমে ‘এ’ এবং ও হয় ; তেণেব ব তেনৈব ; তওয় ব ততোজ। চাউলােদণে ৰ তলেদিন। অহরােট ঠা এ অধরৌষ্ঠেী ; উত্তরােঠা বউত্তরৌষ্ঠাঃ। | স্বরবর্ণ পরে থাকিলে অনুস্বার স্থানে ‘ম’ হয় ; সমাসেও অনেক ক্ষেত্রে ‘ম’ কারের বা অনুস্বারের আগম হয় ; হঠ-তুট ঠ-চিত্ত আনন্দিয়া ; অমং। তীয়-পচ্ছপপম্নমনাগযাণং ; মজঝমজ্বেণ। | শব্দরূপ : [ দ্বিবচন নাই | অকারান্ত পুংলিঙ্গ শব্দ ; প্রথমার একবচন—সমণে <শ্ৰমণঃ, গােয়মে গৌতমঃ, মহাবীরে ব মহাবীরঃ। সম্বােধনে—দেবাণুপ,পিয়া, ভংতে < ভদন্ত। বহুবচনে-থেরা, আয়রিয়া, গণহরা। দ্বিতীয়ার একবচন-গােয়মং। বহুবচন-সমণা, সমণে। তৃতীয়ার একবচন-সমণেণ (5)। তৃতীয়ার বহুবচন-- সমণেহি (২) ব শ্রমণেভিঃ। চতুর্থী ও ষষ্ঠীর একবচন—সমণসস, [ চতুর্থী বিভক্তিতে বিকল্পে ‘আয়রিয়ায়’ ]। বহুবচনে-সমােণং (৭)। পঞ্চমীর একবচনে, সমণাও, সমণা। বহুবচনে—সমণেহিংতাে। সপ্তমীর একবচনে সমণংসি, সমণে। বহুবচনে—সমণে। ইকারান্ত ও উকারান্ত পুংলিঙ্গ শব্দ—অর্ধমাগধীতে অধিকাংশ শব্দই অকারান্ত; ইকারান্ত ও উকারান্ত শব্দ অল্পই ব্যবহৃত হয়। মুণি, রবি, বিহু, হরি প্রভৃতি কয়েকটি শব্দ Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy